চুয়াডাঙ্গা সংবাদদাতা : চুয়াডাঙ্গার দর্শনায় নকল টিএসপি সার বিক্রির ঘটনায় এক ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মামুনুল হাসান বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে এ জরিমানা আদায় করেন।

দামুড়হুদা উপজেলা কৃষি সম্প্রসারণের কৃষি কর্মকর্তা আশিক ইকবাল জানান, চলতি বছরের ৮ আগস্ট অভিযোগ ওঠে যে দর্শনা অঞ্চলের কিছু কৃষককে উচ্চমূল্যে নি¤œমানের সার বিক্রি করা হচ্ছে। তাৎক্ষণিক অভিযানে গিয়ে প্রথমে এক কৃষকের কাছ থেকে একটি বস্তা সার জব্দ করা হয়। পরে তাঁর দেয়া তথ্যের ভিত্তিতে আকন্দবাড়িয়া বটতলা বাজারে কামরুল ট্রেডার্স নামের দোকান থেকে আরও ৮ বস্তা দেখতে হুবহু টিএসপি সার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সার পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হলে প্রায় এক মাস পর প্রতিবেদন আসে। তাতে জানা যায়, জব্দকৃত সবগুলো বস্তায় মাটির গুঁড়া ছাড়া কোনো উপাদানই নেই যা ফসলের জন্য কোনো কাজে আসবে না। এ খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় কৃষকদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দেয়।

ব্যবসা প্রতিষ্ঠানটির মালিক কামরুল ইসলাম দাবি করেন, তিনি বছরের পর বছর ধরে এ সার বিক্রি করে আসছেন। বস্তার ভেতরে কী ছিল, সে বিষয়ে তিনি কিছুই জানতেন না। তবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জানান, প্রথম ধাপে কৃষকের অভিযোগের প্রেক্ষিতে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এরপর পরীক্ষার ফলাফলে সারের ভেজাল প্রমাণিত হওয়ায় আবারও ১ লাখ টাকা জরিমানা ধার্য করা হয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানটির কাগজপত্রও জব্দ করা হয় এবং জব্দকৃত সব সার স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে প্রকাশ্যে ধ্বংস করা হয়।