আব্দুল মোমিন, নারায়ণগঞ্জ মহানগর : ফতুল্লা থানা এনায়েত নগর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড মুসলিম নগর এলাকা দীর্ঘদিন জলাবদ্ধতা, সংস্কার বিহীন অবস্থায় এলাকার মানুষের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। বছরের পর বছর জলাবদ্ধ থাকায় চলাচলে কষ্ট, রোগ বালা, মশার উপদ্রব ইত্যাদি ভোগান্তিতে এলাকাবাসী নাজেহাল। মুসলিম নগর মধ্যপাড়া নয়াবাজার মেইন রোড হইতে কালু মাতবর বাড়ি পর্যন্ত প্রায় ৯৫০ ফুট দীর্ঘ, ১৩ ফুট প্রসস্থ রাস্তাটি অবহেলিত হয়ে পড়ে আছে।
শিল্প নগরীর সন্নিকটে এ রাস্তাটি দিয়ে প্রতিদিন হাজার হাজার গার্মেন্টস শ্রমিক, স্কুল-মাদরাসা ও কলেজের ছাত্রছাত্রীরা যাতায়াত করে। রাস্তাটি জলাবদ্ধ, সংস্কার বিহীন হওয়াতে শিশু, বয়স্ক সকল শ্রেণী পেশার মানুষ এক প্রকার গৃহবন্দী হয়ে আছে। পূর্ব পাড়া জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা ওবায়দুল্লাহ জানান রাস্তাটিতে সব সময় নর্দমার পানি এমনভাবে জলাবদ্ধ হয়ে আছে স্বাভাবিকভাবে কোন মানুষ চলাচল করতে পারে না, মুসল্লিরা নামাজে মসজিদে আসতে পারেনা, বাচ্চারা মক্তবে আসতে পারে না, স্কুল-মাদরাসার ছাত্র-ছাত্রীদের অবস্থা ভয়াবহ। ৩ নং ওয়ার্ড মেম্বার আব্দুল জলিল এর সাথে যোগাযোগ করা হলে তিনিও জানান দীর্ঘদিন এই রাস্তাটি অবহেলিত হয়ে আছে, কোন প্রকার বরাদ্দ না থাকায় সংস্কার করা যাচ্ছেনা। এলাকার সর্বস্তরের মানুষ একাধিকবার মানববন্ধন সহ, ইউ এন ও এবং জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিলেও দৃশ্যমান কোন উন্নতি দেখা যাচ্ছেনা।
নিজ উদ্যোগে এলাকাবাসী কিছু মাটি ভরাট ও ড্রেনেজ উঁচু করার ব্যাবস্থা করেও কোন ফল পায়নি।
এলাকাবাসী জানান, পরিস্থিতি এমন হয়েছে মানুষ মারা গেলে তাদের গোসল, দাফন কাফন করাতেও সমস্যা হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টির গুরুত্ব বিবেচনা করে অতি দ্রুত পদক্ষেপ নেয়ার জন্য জোর দাবি জানান।