ফুলগাজী সংবাদদাতা : ফুলগাজীর মুন্সীরহাটে অবস্থিত বেগম খালেদা জিয়া সড়কের একটি স্বেচ্ছাশ্রমে সংস্কার করেছেন উপজেলা জামায়াতের আমীর জামাল উদ্দিন চৌধুরী। মুন্সীরহাটে ‘টুকির বাড়ি’র সামনে থেকে শুরু করে সিলোনিয়া নদীর কূল পর্যন্ত প্রায় অর্ধ কিলোমিটারের এই রাস্তাটি দীর্ঘদিন ধরে চলাচলের অযোগ্য হয়ে পড়েছিল।
স্থানীয়দের সূত্রে জানা যায়, মুন্সীরহাট বাজার ও এর আশপাশের এলাকার সংযোগকারী এই সড়কটির মুন্সীরহাট অংশ দীর্ঘদিন ধরে ভাঙাচোরা অবস্থায় ছিল। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত তৈরি হওয়ায় সামান্য বৃষ্টিতেও কাদা জমে যেত, যা পথচারী ও ছোট যানবাহন চালকদের জন্য চরম দুর্ভোগের কারণ হয়েছিল।
জনদুর্ভোগ লাঘবে এগিয়ে আসেন ফুলগাজী উপজেলা জামায়াতের আমীর জামাল উদ্দিন চৌধুরী। তিনি নিজস্ব উদ্যোগে ভাঙা রাস্তায় বালুর বিকল্প হিসেবে বিপুল পরিমাণ ইটের গুঁড়া ও নির্মাণকাজের রাবিশ ফেলানোর ব্যবস্থা করেন।
এই সংস্কার কাজে এলাকার মানুষজন স্বস্তি প্রকাশ করেছেন। একজন স্থানীয় বাসিন্দা বলেন, ‘এই রাস্তা দিয়ে হেঁটে যাওয়াও মুশকিল ছিল। বিশেষ করে প্রবীণ ও স্কুলগামী ছেলেমেয়েদের কষ্ট হতো সবচেয়ে বেশি। জামাল উদ্দিন চৌধুরী সাহেবের এই উদ্যোগে আমরা সবাই খুব খুশি।’
অপর এক পথচারী মন্তব্য করেন, ‘রাজনৈতিক পরিচয় ছাপিয়ে কেউ যখন জনকল্যাণে কাজ করে, তখন এর প্রশংসা করা উচিত। তার এই কাজটি নিঃসন্দেহে প্রশংসার যোগ্য।’
উপজেলা জামায়াতের আমির জামাল উদ্দিন চৌধুরী এ বিষয়ে বলেন, ‘জনগণের দুর্ভোগ চোখে দেখে আর স্থির থাকতে পারিনি। এটি রাজনীতির অংশ নয়, নাগরিক হিসেবে আমার দায়িত্ব। রাস্তাটি সাময়িকভাবে চলাচলের উপযোগী করতে এই ব্যবস্থা নিয়েছি। আশা করি, স্থানীয় সরকার দ্রুততম সময়ে সড়কটির স্থায়ী সংস্কারে উদ্যোগী হবে।’