গাজীপুর মহানগর সংবাদদাতা:
বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, গাজীপুর মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য ও মেট্রো সদর থানা আমীর মোঃ সালাউদ্দিন আইয়ুবীর মমতাময়ী মা মোসাম্মৎ আসমা খাতুন আর নেই। আজ ভোর রাত ৪টায় ঢাকাস্থ ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি স্ট্রোকে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুর সময় মরহুমার বয়স হয়েছিল ৬৭ বছর। মৃত্যুর সময় মরহুমা স্বামী, ৯ ছেলে মেয়ে, পুত্র বধু -জামাতা, নাতি নাতনিসহ অনেক আত্মীয় স্বজন রেখে গেছেন।
মরহুমার জানাযা আজ বাদ আসর গাজীপুরের বেলাশী প্রাইমারি স্কুল মাঠ অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ। (আসরের জামায়াত বিকাল-৫:০০ টায়) গাজীপুর থেকে লোকেশন : চৌরাস্তা থেকে বাসে আমরাইদ বাজার টু অটোতে কোঠামনি বাজার হয়ে বেলাশী প্রাইমারি স্কুল মাঠ।
নেতৃবৃন্দর শোক:
মরহুমার মৃত্যুতে শোক বার্তা দিয়েছেন, গাজীপুর মহানগর জামায়াতের আমীর ও কেন্দ্রীয় শুরা সদস্য অধ্যাপক মোহাঃ জামাল উদদীন, নায়েবে আমীর ও কেন্দ্রীয় শুরা সদস্য মোঃ খায়রুল হাসান, নায়েবে আমীর ও কেন্দ্রীয় শুরা সদস্য মোঃ হোসেন আলী, গাজীপুর মহানগর সেক্রেটারি আ স ম ফারুকসহ মহানগর জামায়াতের কর্ম পরিষদ সদস্য বৃন্দ, শুরা সদস্য বৃন্দ, থানা আমীরগন। শোক বার্তায় তাঁরা বলেন, মরহুমা একজন নিবেদিতা ধার্মিক ইসলামের খাদেমা ছিলেন। মহান দয়াময় আল্লাহ তাঁর জীবনের ভুল ত্রুটি গুলো ক্ষমা করে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন এবং তাঁর শোকাহত পরিবারের সদস্যদের ধৈর্য্য ধরার তাওফিক দান করুন। #