শাজাহানপুর (বগুড়া) সংবাদদাতা : বগুড়ার শাজাহানপুরে ২০১৩ সালের ৩ মার্চ শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তির দাবিতে অনুষ্ঠিত মিছিলে পুলিশের গুলিতে নিহত শহীদ আকলিমা বেগমের কবর জিয়ারত করেছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও বগুড়া জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর জননেতা গোলাম রব্বানী।
গতকাল শুক্রবার বাদ জুম্মা তিনি উপজেলার মাঝিড়া ইউনিয়নের ডোমনপুকুর জায়দারপাড়া গ্রামে শহীদ আকলিমা বেগমের কবর জিয়ারত করেন। এ সময় তিনি শহীদের রূহের মাগফিরাত কামনা করেন এবং দোয়া ও মোনাজাতে অংশ নেন। কবর জিয়ারতকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল মতিন, শাজাহানপুর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি তারেকুল ইসলাম তারেক, মাঝিড়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আব্দুল মতিন, শাজাহানপুর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক রুহুল আমিন এবং ইসলামী ছাত্রশিবির সরকারি শাহ সুলতান কলেজ শাখার সভাপতি আসাদ খান, শহীদ আকলিমা বেগমের ছেলে নজরুল ইসলাম। এ সময় নেতৃবৃন্দ শহীদদের আত্মত্যাগ স্মরণ করে বলেন, ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে শহীদদের অবদান জাতি কখনো ভুলবে না। এছাড়া সাজাপুর দাঁড়িকামারি পাড়া ও সাজাপুর চক পাড়ায় মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন তিনি।