গাজীপুরের আনসার ভিডিপি একাডেমি, সফিপুরে সফলভাবে শেষ হলো ২৭তম ব্যাচ (পুরুষ) আনসার ব্যাটালিয়ন সিপাহি পদের ১২ দিনের নিয়োগ কার্যক্রম। শেষ দিনে নীলফামারী, লালমনিরহাট, পঞ্চগড় ও কুষ্টিয়া জেলার হাজারো তরুণ অংশ নেন এই বাছাই প্রক্রিয়ায়।

নিয়োগ প্রক্রিয়ার প্রতিটি ধাপ ছিল দুর্নীতি, অনিয়ম ও স্বজনপ্রীতিমুক্ত রাখতে বাহিনী প্রধানের কঠোর নির্দেশনায় সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণে। প্রার্থীদের প্রবেশপত্রের কিউআর কোড স্ক্যান, উচ্চতা যাচাই এবং প্রাক-প্রাথমিক মেডিকেল পরীক্ষার মাধ্যমে কার্যক্রম শুরু হয়। এর পর ধাপে ধাপে ৮০০ মিটার রান, পুশ আপ, লং জাম্প, হাই জাম্প ও টায়ার ড্রাগিং টেস্টে অংশগ্রহণ করে উত্তীর্ণ হয় ঔপ্রার্থীরা।

শারীরিক সক্ষমতা পরীক্ষায় সফলদের জন্য পরবর্তী ধাপ ছিল প্রাথমিক মেডিকেল টেস্ট ও কাগজপত্র যাচাই। এরপর অনুষ্ঠিত হয় লিখিত ও মৌখিক পরীক্ষা। চূড়ান্ত মেধা তালিকা প্রকাশের পর প্রার্থীদের শেষ ধাপে মেডিকেল টেস্ট ও পুলিশ ভেরিফিকেশন শেষে মৌলিক প্রশিক্ষণের জন্য মনোনীত করা হয়।

এই নিয়োগ কার্যক্রমে তরুণ প্রার্থীদের চোখেমুখে ছিল আত্মবিশ্বাস ও দায়িত্ব পালনের দৃঢ় অঙ্গীকার। নিয়োগ পাওয়া অনেক তরুণ জানান, তারা সততা ও নিষ্ঠার সঙ্গে দেশের সেবা করবেন এবং বাবা-মায়ের মুখ উজ্জ্বল করবেন। কেউ দিনমজুরের সন্তান, কেউ ভ্যানচালক বা সবজি বিক্রেতার সন্তান, আবার কারো বাবা নেইÍতাদের মায়েরা গার্মেন্টসে কাজ করেন। ঘুষ ছাড়া চাকরি পেয়ে তারা গর্বিত এবং ভবিষ্যতের প্রতি আশাবাদী।

বাংলাদেশ আনসার ভিডিপির উপমহাপরিচালক (প্রশাসন) কর্ণেল মোঃ ফয়সাল আহাম্মদ ভুঁইয়া বলেন, “এই নিয়োগকে সম্পূর্ণ স্বচ্ছ রাখতে বাহিনী প্রধানের নির্দেশনাঞ অনুযায়ী প্রতিটি ধাপ কঠোরভাবে তদারক করা হয়েছে।”

২৭তম ব্যাচের এই নিয়োগ তরুণ প্রজন্মের দেশসেবার অঙ্গীকারের উজ্জ্বল প্রতিচ্ছবি এবং ভবিষ্যতে দক্ষ, আধুনিক ও গণমানুষের আনসার-ভিডিপি বাহিনী গড়ে তোলার ভিত্তি হিসেবে কাজ করবে।