বাংলাদেশ জামায়াতে ইসলামী, গাজীপুর মহানগরের উদ্যোগে নবগঠিত আইডিইবি (ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ) গাজীপুর জেলার অন্তর্বর্তীকালীন নির্বাহী কমিটিকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) গাজীপুরে অনুষ্ঠিত এই বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানে নবনিযুক্ত কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর ইঞ্জিনিয়ার্স বিভাগের সভাপতি ড. মাহবুবুল আলম জামি এবং সঞ্চালনা করেন জেনিক সদস্য সচিব প্রকৌশলী ফারুক আহমেদ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগরের আমির অধ্যাপক জামাল উদ্দিন। তিনি নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, আইডিইবি একটি গঠনমূলক ও পেশাদার সংগঠন হিসেবে জাতীয় উন্নয়ন ও প্রযুক্তি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। জামায়াতে ইসলামী সবসময় জনকল্যাণ, শিক্ষা ও প্রযুক্তিনির্ভর উন্নয়নের পক্ষে কাজ করে যাচ্ছে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমির ও গাজীপুর সদর-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন গাজীপুর মহানগর সভাপতি হোসেন আলী, মহানগর জামায়াতের নায়েবে আমির ও গাজীপুর-৫ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ খায়রুল হাসান, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোঃ আফজাল হোসেন, মহানগর ইঞ্জিনিয়ার্স বিভাগের সেক্রেটারি প্রকৌশলী কাজী মফিজুল ইসলাম, জেনিক যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী মফিজুল ইসলাম মেহেদী এবং শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক প্রকৌশলী আফসার উদ্দিন প্রমুখ।

বক্তারা বলেন, আইডিইবি সদস্যরা দেশের অবকাঠামো, প্রযুক্তি ও শিক্ষা ক্ষেত্রে যে অবদান রেখে চলেছেন, তা জাতীয় উন্নয়নের অপরিহার্য অংশ। জামায়াতে ইসলামী এই ধারা আরও এগিয়ে নিতে পেশাজীবীদের সহযোগিতা অব্যাহত রাখবে।

সংবর্ধনা অনুষ্ঠানে আইডিইবি জেলা নির্বাহী কমিটির সদস্যরা জামায়াতে ইসলামী গাজীপুর মহানগরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে প্রযুক্তি ও মানবসম্পদ উন্নয়নে যৌথ উদ্যোগের আশাবাদ ব্যক্ত করেন।