চান্দিনা (কুমিল্লা) সংবাদদাতা : দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি প্রাণিসম্পদ হবে উন্নতি’ এই শ্লোগানে কুমিল্লার চান্দিনায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে উন্নত জাতের গরু, ছাগল, সৌখিন পাখি ও আধুনিক প্রাণিসম্পদ প্রযুুক্তি কর্ণার সহ ৩০ প্রদর্শনী স্টল স্থান পায়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পায়রা উড়িয়ে ও ফিতা কেটে প্রদর্শনীর উদ্বোধন করেন। পরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন তিনি।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তানজিলা খন্দকারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নূর, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ মোরশেদ আলম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আবু জাফর, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফরহাদ করিম খান।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা ভেটেনারি সার্জন ডা. মো. সিরাজ উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মো. মাজহারুল ইসলাম মুন্না, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মো. হুমায়ূন কবির, পপি সরকার, প্রাণিসম্পদ মাঠ সহকারী আব্দুল হান্নান মজুমদার, সাইফুল্লাহ আল সাদি প্রমুখ। প্রদর্শনী শেষে সেরা স্টল প্রতিনিধিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পত্নীতলা (নওগাঁ) : সকালে নজিপুর পাবলিক মাঠে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে প্রাণিসম্পদ সপ্তাহের মেলার উদ্বোধন করা হয়। প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)-এর সহযোগিতায় উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল যৌথভাবে এ প্রদর্শনীর আয়োজন করে।
অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আশিষ কুমার দেবনাথের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার আলীমুজ্জামান মিলন।
লক্ষ্মীপুর সংবাদদাতা : উপজেলার বিভিন্ন পর্যায়ের প্রান্তিক খামারিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি একটি ভিন্নধর্মী র্যালির মাধ্যমে শুরু হয়, যেখানে খামারিরা ঘোড়া নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এরপর প্রদর্শনীটি শহরের গুরুত্বপূর্ণ স্থানে স্থানান্তরিত হয়ে গবাদিপশু, মাছ, হাঁস-মুরগি, কবুতর, ভেড়া, ডিম এবং পাখিসহ নানা ধরনের প্রাণী প্রদর্শিত হয়।
এছাড়া, মেলায় গবাদিপশুর খাবারের প্রক্রিয়াজাতকরণ, রোগবালাই প্রতিরোধ, এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের বিষয়ে খামারিদের অবহিত করা হয়। প্রাণিসম্পদ খাতে উন্নত প্রযুক্তি ও আধুনিক পদ্ধতির ব্যবহার, খামারিদের উৎপাদনশীলতা এবং বাজারজাতকরণ উন্নত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।
ফুলবাড়িয়ায় : উপজেলা পরিষদ চত্বর হতে একটি র্যালি বের করা হয়ে, অনুষ্ঠান স্থলে গিয়ে শেষ হয়। অনুষ্ঠান স্থলে ফিতা কেটে শান্তির প্রতিক পায়রা উড়িয়ে জমকালো আয়োজনে উদ্বোধন করেন উপস্থিত অতিথিবৃন্দ।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.মোহাম্মদ যোবায়ের হোসেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হাসানুল হোসেন, থানা অফিসার ইনচার্জ রুকনুজ্জামান খান, ফুলবাড়ীয়া বিশ্ববিদ্যালয়সহযোগিতায় প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর। কলেজের অধ্যক্ষ্য ড. গোপাল চন্দ্র সরদার, ফুলবাড়িয়া সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু ওবায়দা বাবুল, ডেইরি খামারি ফরিদ আহমেদ, পোল্টি খামারীদের পক্ষে মোস্তফা কামাল প্রমুখ। সঞ্চালনায় প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. তাহমিনা আক্তার ও ডা. আ. রাজ্জাক।
বাসাইল টাঙ্গাইল : উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে র্যালি, আলোচনা সভা ও প্রাণিসম্পদ প্রদর্শনীর মাধ্যমে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা কেন্দ্রীয় খেলার মাঠে আলোচনা সভা ও প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. আকলিমা বেগম। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হীরা মিয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা, বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, উপজেলা জামায়াতে ইসলামীর আমির আফজাল হোসেন, উপজেলা কৃষি অফিসার শাহজাহান আলী, উপজেলা সৎস্য কর্মকর্তা হাসিবুল ইসলাম, কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মামুন অর রশিদ, উপজেলা বিএনপির সহ-সভাপতি ওহিদুল ইসলাম মোস্তফা প্রমুখ।
আনোয়ারা, কর্ণফুলী : উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। আনোয়ারা পুরাতন কোর্ট বিল্ডিং মাঠে এবং কর্ণফুলী উপজেলা পরিষদ মাঠে পৃথকভাবে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
আনোয়ারায় আয়োজিত প্রদর্শনীতে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ড. সমরঞ্জন বড়ুয়া। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার। অনুষ্ঠানে তিনি বলেন, প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নিরাপদ ও পুষ্টিকর খাদ্য উৎপাদনে খামারিদের আরও আধুনিক হতে হবে। সরকার এই খাতকে টেকসইভাবে এগিয়ে নিতে নানা কর্মসূচি গ্রহণ করেছে। প্রদর্শনীতে স্থানীয় খামারি, দুগ্ধ উৎপাদনকারী প্রতিষ্ঠান, মুরগি ও হাঁসের খামার, ছাগল ও গরুর উন্নত জাত প্রদর্শন, ভেটেরিনারি সেবা, পশুখাদ্যের মান উন্নয়ন এবং রোগ প্রতিরোধ সংক্রান্ত স্টলগুলো ছিল আকর্ষণের কেন্দ্রবিন্দু। সাধারণ মানুষসহ বিভিন্ন প্রতিষ্ঠান, কৃষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে পুরো মাঠ প্রাণবন্ত হয়ে ওঠে। খামারিদের আধুনিক পদ্ধতিতে গবাদিপশু লালন, রোগ নির্ণয় পদ্ধতি, প্রাণির পুষ্টি ও ব্যবস্থাপনা বিষয়ে বিশেষজ্ঞরা পরামর্শ দেন। অন্যদিকে কর্ণফুলীতে আয়োজিত প্রদর্শনীতে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. রাকিবুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সজীব কান্তি রুদ্র। তিনি বলেন, প্রাণিসম্পদ উৎপাদনের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। যুব সমাজকে এই খাতে আরও সম্পৃক্ত করতে প্রশাসন প্রয়োজনীয় সহযোগিতা দেবে।
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) : উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুস সামাদের সভাপতিত্বে র্যালী ও আলোচনা সভা শেষে প্রধান অতিথি হিসেবে প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও গাইবান্ধা-৪ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী ডা. আব্দুর রহিম সরকার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নুরুন নবী প্রধান, সহকারী কমিশনার (ভূমি) তামশিদ ইরাম খান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বুলবুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাসুদার রহমান আকন্দ, গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শওকত জামান, পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামুল হক, এনসিপির প্রধান সমন্বয়ককারী ডা. জাহাঙ্গীর আলম ডাবলু প্রমুখ ।
দাউদকান্দি (কুমিল্লা): উপজেলা পরিষদ মাঠে এক বর্ণাঢ্য মেলা, প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করা হয়।উপজেলা প্রশাসন এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্ষেমালিকা চাকমা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে প্রাণিসম্পদ খাতের গুরুত্ব তুলে ধরে বলেন, “দৈনন্দিন খাদ্যের প্রোটিন চাহিদা পূরণে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশের অর্থনীতিকে মজবুত করতে দেশীয় জাতের উন্নয়ন এবং আধুনিক প্রযুক্তির সঠিক প্রয়োগই এই খাতকে আরও শক্তিশালী ও টেকসই করবে।”জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনের এই আয়োজনে সহযোগিতা প্রদান করে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, দুধ ও দুগ্ধ উৎপাদনকারী প্রতিষ্ঠান, স্থানীয় সাংবাদিকবৃন্দ এবং প্রদর্শনীতে অংশগ্রহণকারী খামারিরা উপস্থিত ছিলেন।আলোচনা সভায় আরও বক্তব্য রাখেনÍহোমনা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হক সরকার, হোমনা উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মোরশেদুল ইসলাম সাজু, হোমনা মডেল প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক মো. আবুল কালাম আজাদ, থানা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মো. কামাল হোসেন এবং ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি গোলাম মাওলা।
শ্রীপুর (গাজীপুর) : উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এ আয়োজনের আনুষ্ঠানিক সূচনা হয়। খামার প্রযুক্তি, পুষ্টি নিরাপত্তা, রোগ নিয়ন্ত্রণ ও আধুনিক প্রাণিসম্পদ ব্যবস্থাপনা নিয়ে অনুষ্ঠানে বিস্তৃত আলোচনা উপস্থাপন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার ব্যারিস্টার সজীব আহমেদ বলেন,“প্রাণিসম্পদ খাত দেশের পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রযুক্তিনির্ভর প্রাণিসম্পদ ব্যবস্থাপনা এখন সময়ের দাবি, আর সরকার সে লক্ষ্যেই মাঠপর্যায়ে নানামুখী সেবা নিশ্চিত করছে। কৃষক ও খামারিরা এসব উদ্যোগের সরাসরি সুফল পাচ্ছেন।” স্বাগত বক্তব্যে উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মো. গোলাম মুরশেদ মুরাদ সরকারের চলমান কর্মপরিকল্পনা তুলে ধরে বলেন,“উন্নত জাত বিস্তার, রোগ নির্ণয় ও প্রতিরোধ, দুধ–ডিম–মাংস উৎপাদন বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তির প্রয়োগ-এসব ক্ষেত্রেই সরকার উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। সঠিক রোগ ব্যবস্থাপনা ও মানসম্মত খাদ্য নিশ্চিত হলে উৎপাদনশীলতা কয়েকগুণ বৃদ্ধি করা সম্ভব।
শান্তিগঞ্জে : উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে পাগলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি সিলেটÑসুনামগঞ্জ আঞ্চলিক সড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিণ শেষে একই মাঠে ফিরে আসে। পরে ফিতা কেটে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সুনামগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রফিকুল ইসলাম।
উদ্বোধন শেষে প্রধান অতিথি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। পরবর্তী আলোচনা সভায় সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা সমবায় কর্মকর্তা রুহুল হাসান। উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. মো. সেলিম রেজা অনুষ্ঠানটি পরিচালনা করেন।
শাহরাস্তিতে চাঁদপুর: উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল। প্রদর্শনীতে ২৮টি স্টল অংশ নেয়। এখানে গরু, ছাগল, ভেড়া ও হাঁস-মুরগির দেশীয় জাত পরিচিতির পাশাপাশি দেখানো হয় কৃত্রিম প্রজনন, রোগ নিয়ন্ত্রণ, টিকা ব্যবস্থাপনা, খাদ্য ফর্মুলেশন, সাইলেজ প্রস্তুত এবং সবুজ চারণ পদ্ধতির মতো ব্যবহারিক প্রযুক্তি। খামারি, উদ্যোক্তা, শিক্ষার্থী ও সাধারণ দর্শনার্থীরা সরাসরি হাতে-কলমে এসব প্রযুক্তি শেখেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার নাজিয়া হোসেন বলেন, মাঠপর্যায়ে প্রযুক্তি ছড়িয়ে দেওয়া এবং দেশীয় জাতের বিকাশ টেকসই প্রাণিসম্পদ উৎপাদনে বড় ভূমিকা রাখছে। তিনি আরও বলেন, সরকারি সহায়তা ও প্রশিক্ষণ কার্যক্রম খামারিদের উৎপাদন বাড়াতে ইতিবাচক ফল দিচ্ছে।
অনুষ্ঠানের সভাপতি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ মাকসুদ আলম জানান, প্রাণিসম্পদ খাত গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করে। নতুন প্রযুক্তি ব্যবহারে খামারিরা আরও সক্ষম হবেন, যা নতুন উদ্যোক্তা তৈরিতেও সহায়ক।
প্রদর্শনী বাস্তবায়নে সহযোগিতা করে এলডিডিপি, প্রাণিসম্পদ অধিদপ্তর এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। তাদের মতে, স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি এবং আধুনিক উৎপাদন ব্যবস্থায় খামারিদের সম্পৃক্ত করার লক্ষ্যই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
দেওয়ানগঞ্জ (জামালপুর): উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অর্থায়নে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেওয়ানগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিজানুর রহমান। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব, আতাউর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. জান্নাতুল ফেরদৌস উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা। স্বাগত বক্তব্য রাখেন ভেটেরিনারি সার্জন ডা. জান্নাতুল ফেরদৌস ।
সিংড়া (নাটোর) : উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে বুধবার (২৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রাণিসম্পদ চত্বরে এ মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম। এ উপলক্ষে উপজেলা প্রাণিসম্পদ অফিস চত্বর থেকে একটি র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. তাশরিফুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন, ভেটেরিনারি সার্জন ডা. ইউনুস আলী, উপজেলা প্রাণিসম্প্রসারণ কর্মকর্তা হাবিবা প্রমূখ।
ঝিনাইদহ: জেলা প্রাণিসম্পদ অফিস চত্বরে বেলুন উড়িয়ে এ সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ। পরে সেখান থেকে একটি র্যালী বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে জেলা প্রশাসক ছাড়াও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ.এস.এম আতিকুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. রেজাউল করিমসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এবার উপজেলা প্রাণিসম্পদক দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এবার ২৯ টি স্টল স্থান পেয়েছি। বিভিন্ন খামারী, উদ্যোক্তা, কৃষাণ-কৃষাণী তাদের পালিত পশু-পাখি প্রদর্শন করেছে স্টলগুলোতে।
বারহাট্টা (নেত্রকোনা) : উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, বারহাট্টা, নেত্রকোনা এর আয়োজনে আজ সকালে বর্ণিল আয়োজন ও উৎসবমুখর পরিবেশে সপ্তাহব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মো. খবিরুল আহসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মমিনুর রহমান , কৃষক প্রতিনিধি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক–শিক্ষার্থীরা।পবিত্র কুরআন তেলাওয়াত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় এবং পরে অতিথিরা জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন।
বড়লেখা (মৌলভীবাজার) : পৌরপ্রশাসক ও সহকারি কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়ার সভাপতিত্বে ও উপজেলা প্রাণিসম্পদ অফিসের সিইএ আতিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ইউএনও গালিব চৌধুরী। স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. রেদুয়ানুল হক। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার মনোয়ার হোসেন, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রব, সহসভাপতি খলিলুর রহমান, সাবেক সভাপতি অসিত রঞ্জন দাস, উপজেলা ডেইরি মালিক এসোসিয়েশনের সভাপতি খামারি আব্দুর রহিম মো. ইমতিয়াজ চৌধুরী, সহসভাপতি আব্দুল জব্বার প্রমুখ।
এদিকে সমাপনী অনুষ্ঠানে প্রাণিসম্পদ প্রদর্শনীতে অংশগ্রহণকারী খামারিদের মধ্যে মোট ৭ টি ক্যাটাগরিতে ১৭ টি পুরস্কার (সার্টিফিকেট ও নগদ অর্থ) প্রদান করা হয়। গাভী ক্যাটাগরি ৩টি, মোটাতাজা ৩টি, ছাগল/ভেড়া ৩টি, হাঁস-মুরগিতে ৩টি, শৌখিন প্রাণি/পাখিতে ৩টি, প্রযুক্তিতে ১টি ও একটি বিশেষ পুরস্কার প্রদান করা হয়েছে।
নীলফামারী : প্রাণীসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণীসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের সার্বিক বাস্তবায়নে প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল মাঠ প্রাঙ্গণে এ উপলক্ষে প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে জাতীয় দিবসটি উপলক্ষে ভেটেরিনারি হাসপাতাল থেকে এক বনাঢ্য র্যালী বের হয় এবং র্যালীটি উপজেলা পরিষদের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রাণীসম্পদ কার্যালয়ে গিয়ে গবাদিপশু মাঠ প্রদর্শনীর স্টল পরিদর্শন শেষে আলোচনা সভায় মিলিত হয়। উক্ত আলোচনা সভায় উপজেলা প্রাণীসম্পদ অফিসার (ভারপ্রাপ্ত) ডা. আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার জায়িদ ইমরুল মোজাক্কিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জলঢাকা উপজেলা শাখার নায়েবে আমীর ও প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব কামারুজ্জামান ও সাধারন সম্পাদক শাহাজাহান কবিব লেলিন। এ সময় উপস্থিত ছিলেন, কৃষি অফিসার কৃষিবিদ মিজানুর রহমান, মৎস্য কর্মকর্তা তারিকুল আলম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা এস.এম গোলাম মোস্তফা, প্রাথমিক শিক্ষা অফিসার শরিফা আকতার, পল্লি উন্নয়ন কর্মকর্তা সামজেদুল ইসলাম প্রমুখ।
কাজিপুর (সিরাজগঞ্জ) : উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতাল যৌথভাবে অনুষ্ঠানটির আয়োজন করে। সকাল ১০ বর্ণাঢ্য র্যালি শেষে প্রাণিসম্পদ কার্যালয়ে কর্মকর্তা দিদারুল আহসানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। "দেশীয় জাত আধুনিক প্রযুক্তি প্রাণিসম্পদে হবে উন্নতি; ওই এই প্রতিবাদ্য বিষয়কে সামনে রেখে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মোস্তাফিজুর রহমান,
বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে কৃষি কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, কাজিপুর থানা কর্মকর্তা নুরে আলম, ও উপজেলা মৎস্য কর্মকর্তা হাসান মাহমুদুল হকপ্রমুখ বক্তব্য রাখেন।
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) : উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে পৌর এলাকার পাইলিং মোড়ে ফিতা কেটে এ প্রদর্শনীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী। পরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহাদৎ হোসেনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার, ভেটেরিনারি সার্জন ডা. আবু ফেরদৌস, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আকতার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুৎ তোয়াবসহ অন্যরা। প্রদর্শনীতে ৩০টি স্টলে হাঁস, মুরগি, পাখি, ঘোড়া ও উন্নত গরু-ছাগলসহ বিভিন্ন প্রজাতির পশু স্থান পেয়েছে। একই সঙ্গে খামারীরা তাদের খামারের সবচেয়ে আকর্ষণীয় ও বড় সাইজের গরু নিয়ে প্রদর্শনীতে অংশ নেয়।
রাজারহাট (কুড়িগ্রাম) : প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় কুড়িগ্রামের রাজারহাট উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন করেন।
প্রাণী সম্পদ অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রাণিসম্পদ গেটে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান ফিতা কেটে জাতীয় প্রাণিসম্পদ ও প্রদর্শনী সপ্তাহ/২৫ উদ্বোধন করেন। পরে প্রাণিসম্পদ হল রুমে ডা. মো: রহমত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান। সাধন চন্দ্র রায়ের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজারহাট থানার অফিসার ইনচার্জ নাজমুল আলম লিংকন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসাদুজ্জামান, বিশিষ্ট সাহিত্যিক ও সাংবাদিক সরকার অরুন যদু, প্রেসক্লাব রাজারহাট’র সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত, এনসিপি রাজারহাট শাখার আহবায়ক রাশেদুজ্জামান রাশেদ, ভেটেরিনারি সার্জন ডা. রনজিনা আক্তার ও সফল উদ্যেক্তা খামারী শামছুজ্জামান প্রমূখ।
ডিমলা (নীলফামারী) : প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে আয়োজিত এ প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন, খামারি ও সংগঠনের পক্ষ থেকে স্থাপন করা হয় নানা বৈচিত্র্যময় স্টল।
প্রদর্শনীতে গরু, ছাগল, হাঁস–মুরগি, কবুতরসহ বিভিন্ন জাতের পশুপাখি প্রদর্শন করা হয়। পাশাপাশি ছিল আধুনিক খামার ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ, উন্নত জাতের বাছুর, দুগ্ধজাত পণ্য এবং নতুন প্রযুক্তিনির্ভর পশুপালন সম্পর্কে তথ্যসমৃদ্ধ প্রদর্শনী।
দর্শনার্থীদের জন্য চলে উন্নয়নমূলক ভিডিও প্রদর্শন, যাতে প্রাণীসম্পদ খাতের অগ্রগতি ও সরকারের বিভিন্ন সহায়তা তুলে ধরা হয়।
জয়পুরহাটে : জয়পুরহাট সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এর আয়োজনে জেলা প্রাণীসম্পদ অফিসার মহির উদ্দীনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি'র বক্তব্য দেন জয়পুরহাটের নবাগত জেলা প্রশাসক আল মামুন মিয়া।
বিশেষ অতিথি'র বক্তব্য দেন পাঁচবিবি সার্কেল সিনিয়র এএসপি তুহিন রেজা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: জিয়াউর রহমান।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মাসুদ রানা, জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপ-পরিচালক আব্দুল হাকিম, জেলা ভেটেরিনারি অফিসার ডা: রোস্তম আলী, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ডা: খুরশিদ আলম, সদর উপজেলা কৃষি অফিসার রাফসিয়া জাহান, জেলা প্রশাসনের সহকারী কমিশনার সাজ্জাদ হোসেন, জয়পুরহাট সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রফিকুল ইসলাম।
তাড়াশ (সিরাজগঞ্জ): উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে হাসপাতাল চত্বরে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মো. বাদল মিয়ার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোকাররম হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা শর্মিষ্ঠা সেন গুপ্তা, তাড়াশ প্রেসক্লাব সভাপতি অধ্যাপক সাব্বির আহম্মেদ, সফল খামারী ইব্রাহিম হোসেন সরকার প্রমূখ।
বটিয়াঘাটা : উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. মুস্তাফিজুর রহমান।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. তারিকুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি শোয়েব ঈল ইভান, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আলমগীর হোসেন,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহিদুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর মোল্লা, সমবায় কর্মকর্তা জান্নাতুন্নেসা, বি আর ডিবি কর্মকর্তা সুলতানা নাসরিন, বীর মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক অধ্যাপক এনায়েত আলী বিশ্বাস, বটিয়াঘাটা প্রেসক্লাবের যুগ্ন আহবায়ক তরিকুল ইসলাম,সোহরাব হোসেন মুন্সী, সাংবাদিক আসাদুজ্জামান উজ্জল, অরূপ জোতদার, আলমগীর হোসেন, মোহাব্বাত আলী খান,শাহাবুদ্দিন দোলন, বিপ্লব শেখ, উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও আধুনিক কৃষিখাতে প্রাণিসম্পদের ভূমিকা দিন দিন বাড়ছে। আধুনিক প্রযুক্তি, রোগ প্রতিরোধ, পশু পালন পদ্ধতি ও পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদনে সরকারের নানা উদ্যোগ জনগণের মাঝে ছড়িয়ে দিতে এ সপ্তাহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে জানানো হয়, উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এবং ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যোগে কয়েকদিনব্যাপী এই প্রদর্শনীতে স্থানীয় খামারিরা তাদের উৎপাদিত দুধ, ডিম, মাংস, পশু-পাখি ও আধুনিক খামার প্রযুক্তি প্রদর্শন করেন।
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) : “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তিÑপ্রাণিসম্পদে হবে উন্নতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রায়গঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে প্রাণিসম্পদ মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির
উপজেলা মহৎস্য কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মমিনুল ইসলাম, উপজেলা আইসিটি কর্মকর্তা মোহায়মেনু, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা মেহেদী হাসান রায়গঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) কেএম মাসুদসহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির এমপি প্রার্থী ভিপি আইনুল হক, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শামছুল ইসলাম, সাবেক পৌর মেয়র মো. মোশারফ হোসেন আকন্দ
রংপুর অফিস, মিঠাপুকুর : রংপুরের মিঠাপুকুর উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর আয়োজিত প্রাণী সম্পদ প্রর্দশণী উপলক্ষে দেশীয় ও আধুনিক বিষয়ক আলোচনাসভা ও পুরস্কার বিতরন গতকাল বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাজমুল আলম। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার আলতাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রংপুর জেলা আমীর অধ্যাপক গোলাম রব্বানী, জেলা সেক্রেটারি মাওলানা এনামুল হক, মিঠাপুকুর থানা পুলিশের অফিসার ইনচার্জ নুরে আলম সিদ্দিকী, আমার বাংলাদেশ পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক াাব্দুল বাসেত মারজান। শেষে শ্রেষ্ঠ খামারীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়।
বাগমারা (রাজশাহী) : উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে এ অনুষ্ঠানের উদ্বোধন ও আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলাম। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার আহসান হাবিব এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রাজ্জাক ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক প্রাণিসম্পদ ব্যবস্থাপনা, রোগ নিয়ন্ত্রণ, পুষ্টিসম্মত খাদ্য উৎপাদন এবং খামারিদের প্রশিক্ষণের মাধ্যমে দেশের অর্থনীতিতে বড় অবদান রাখতে পারে এ খাত। প্রদর্শনীতে গরু, ছাগল, হাঁস-মুরগি সহ বিভিন্ন খামারের পণ্য ও ভেটেরিনারি সেবার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
বক্তারা আরও বলেন, সরকারি বিভিন্ন প্রকল্প, বিশেষ করে “প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প খামারিদের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এক্ষেত্রে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের নিরলস কাজ প্রশংসার দাবিদার।
আদমদীঘি (বগুড়া) : বগুড়ার আদমদীঘি উপজেলায় জাতীয় প্রাণী সপ্তাহ উপলক্ষ্যে প্রাণিসম্পদ অফিসের আয়েজনে প্রাণিসম্পদ অধিদপ্তর ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় প্রাণিসম্পদ প্রদর্শনী ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১ টায় র্যালি শেষে আদমদীঘি প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে প্রাণিসম্পদ প্রদর্শনী প্রদশিত হয়।
আদমদীঘি উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা: বেনজীর আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে প্রদর্শনী উদ্বোধন ও বক্তব্য রাখেন করেন, আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম। আরো বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভুমি) মাহমুদা সুলতানা, আবাসিক মেডিকেল অফিসার ডা: আব্দুল হালিম, সিনিয়র মৎস্য কর্মকর্তা নাহিদ হোসেন, কৃষি কর্মকর্তা রবিউল ইসলাম, ওসি এসএম মোস্তাফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা প্রমুখ। আলোচনা শেষে আদমদীঘি শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
চকরিয়া সংবাদদাতা: আনুষ্ঠানিক উদ্বোধন করেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুর রহমান। এর পরপরই এক বর্ণাঢ্য র্যালি প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রাণীসম্পদ দপ্তর প্রাঙ্গণে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আরিফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুর রহমান। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মুনতাকিম বিল্লাহ।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আনোয়ারুল আমিন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহনাজ ফেরদৌসী, উপজেলা প্রকৌশলী মো. গোলাম মোস্তফা ও বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সালেকুজ্জামান। এছাড়া খামারিদের পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন রেদওয়ানুল হক ও শাহিনা পারভীন লিপি।
নড়াইল সংবাদদাতা : উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এবং প্রাণিসম্পদ অধিদপ্তর আয়োজিত বর্ণাঢ্য র্যালি বের হয়।পরে অতিথিবৃন্দ স্টল পরিদর্শন করেন। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্ত্বরে আয়োজিত র্যালি ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম।সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো: রাশেদুল হক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মুহাম্মদ আরিফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো: রকিবুল হাসান। স্বাগত বক্তব্য দেন সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা দেবাশীষ কুমার কুন্ডু।ভেটেরিনারি সার্জন ডা: মো: তরিকুল ইসলামের সঞ্চালনায় সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ রোকনুজ্জামান ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এসময় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন মুহাম্মদ আলমগীর, উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ রমিজ উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. তৈয়ব আলী, ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা সুপারভাইজার আমির হোসেনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মনোহরদী, নরসিংদী : দিবসটি পালন উপলক্ষ্যে গৃহিত কর্মসূচি মাঝে ছিল র্যলি, আলোচনা সভা, স্টল পরিদর্শন। মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মুহাইমিন আল জিহান এর নেতৃত্বে মনোহরদী সরকারি কলেজ মাঠ থেকে এক র্যলি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে কলেজ মাঠে শেষ হয়। মনোহরদী সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মুহাইমিন আল জিহান। মনোহরদী উপজেলার প্রাণিসম্পদ অফিসার ডা. শামীম আহাম্মেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ডক্টর আবু মুহাম্মদ আজমল মুরশেদ, মনোহরদী থানার অফিসার ইনচার্জ মো. দুলাল আকন্দ, ডা. মাহফুজুর রহমান মনোহরদী উপজেলা প্রাণিসম্পদ বিভাগ প্রমুখ। মনোহরদী সরকারি কলেজ মাঠে ৩০টি স্টলে বিভিন্ন খামারিদের গবাদি পশু, হাঁস-মুরগি ও বিভিন্ন প্রযুক্তি প্রদর্শন করা হয়।