আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর ইলেকট্রনিক ও টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগ ‘আইআইইউসি টেক ফেস্ট ২০২৫’-এর অংশ হিসেবে আন্তঃবিশ্ববিদ্যালয় প্রজেক্ট শোকেস প্রতিযোগিতার আয়োজন করেছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে ও ফিমেল একাডেমিক জোনে দিনব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হয়।
পাঁচটি বিশ্ববিদ্যালয় থেকে মোট ৪২টি দল ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, আইওটি, রোবোটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা, অটোমেশন ও নবায়নযোগ্য শক্তি বিষয়ক প্রকল্প প্রদর্শন করে।
প্রতিযোগিতার বিচারক ছিলেন ইটিই বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ জাশিম উদ্দিন, ইইই বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ আথার উদ্দিন এবং ইটিই বিভাগের সহকারী অধ্যাপক মো. মোস্তাফা আমীর ফয়সাল। ইভেন্টের আহ্বায়ক ইটিই বিভাগের সহযোগী অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আব্দুল গফুর বলেন, শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প ভবিষ্যতের প্রযুক্তি নেতৃত্বের সম্ভাবনা তৈরি করছে। সদস্য সচিব সহকারী অধ্যাপক মোহাম্মদ ওলি উল্লাহ শিক্ষার্থীদের নতুন প্রযুক্তি অনুসন্ধানে উৎসাহিত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান, ইটিই বিভাগের চেয়ারম্যান মো. ইব্রাহিম রুপম এবং বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ শামসুল আলম প্রমুখ। তারা বলেন, এমন আয়োজন শিক্ষার্থীদের গবেষণামুখী চিন্তা, প্রযুক্তিগত দক্ষতা এবং ভবিষ্যৎ ক্যারিয়ার প্র¯‘তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আয়োজকদের মতে, দিনব্যাপী এ প্রতিযোগিতা শিক্ষার্থীদের হাতে-কলমে প্রযুক্তি শেখা ও উদ্ভাবনী সক্ষমতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখে। প্রেস বিজ্ঞপ্তি।