রামপাল (বাগেরহাট) সংবাদদাতা : বাগেরহাট জেলার রামপাল উপজেলায় স্থাপিত রেলওয়ে স্টেশন চালুর দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। গত ১০ নভেম্বর সোমবার এলাকাবাসীর উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসির নিকট এ স্বারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি প্রদান করার সময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের আহ্বায়ক মল্লিক জিয়াউল হক জিয়া, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম, এ সবুর রানা, সহসভাপতি এ, এইস নান্টু, সাধারণ সম্পাদক সুজন মজুমদার, সাংগঠনিক সম্পাদক মো. মেহেদী হাসান, বিএনপি নেতা মো. মাসুদ রানাসহ বিএনপির নেতৃবৃন্দ ও এলাকাবাসী।

এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে ভাগা রেলওয়ে স্টেশনটি নির্মাণ করা হলেও এখানে কোন ট্রেন থামানো হয় না। এতে স্থানীয়দের যাতায়াতে চরম জনদুর্ভোগ পোহাতে হচ্ছে। রামপাল উপজেলার মানুষকে রেলপথে চলাচলের জন্য দূরবর্তী মোংলা বা চুলকাটি স্টেশনে যেতে হয়, যা সময়সাপেক্ষ ও ব্যয়বহুল।