খুলনা জেলার দাকোপে অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধারসহ অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ। বিশেষ অভিযান পরিচালনা করে দাকোপ থানাধীন কামারখোলা এলাকা হতে স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতের নাম- মো. শাহরিয়ার হাসান জিম (২১)।
পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ভুক্তভোগী ৯ম শ্রেণীর ছাত্রী। সে স্কুলে যাতায়াতকালে গ্রেফতারকৃত মো. শাহরিয়ার হাসান জিম বিভিন্ন সময় কু-প্রস্তাব দিয়ে উত্যক্ত করতো। স্কুলছাত্রীর পরিবার বিষয়টি জানার পর শাহরিয়ার হাসান জিমকে অনুরোধ করে যেন সে তাকে আর উত্যক্ত না করে। কিন্তু জিম আরও ক্ষিপ্ত হয়ে গত ১৫ জুন সন্ধ্যায় দাকোপ থানাধীন কালিনগর এলাকা হতে ওই স্কুলছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়। এই ঘটনায় গত ১৮ জুন দাকোপ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে।