মনিরামপুর (যশোর) সংবাদদাতা : যশোরের মনিরামপুর উপজেলার নেহালপুর ইউনিয়নে পানিবন্দি মানুষের দুর্দশা লাঘবে মানবিক হাত বাড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার ইউনিয়নের বিভিন্ন গ্রামে পানিবন্দি প্রায় ২০০ পরিবারের মাঝে মানবিক হাদিয়া বিতরণ করা হয়। এ সময় অসহায় মানুষের মুখে ফুটে ওঠে স্বস্তির হাসি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা কর্মপরিষদ সদস্য ও যশোর-৫ (মনিরামপুর) আসনের এমপি পদপ্রার্থী অ্যাডভোকেট গাজী এনামুল হক। প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট গাজী এনামুল হক বলেন “মানবতার সেবা ইবাদতের অংশ। আল্লাহ তায়ালা বলেছেন তোমরা পরস্পরে সৎকাজ ও তাকওয়ায় সহযোগিতা করো। রাসূল (সা.) বলেছেন সৃষ্টির সেবা করাই স্রষ্টার নৈকট্যের পথ। তাই অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের ঈমানি দায়িত্ব।” তিনি আরও বলেন, “জামায়াতে ইসলামী জনগণের সুখ-দুঃখে সবসময় পাশে থেকেছে এবং ভবিষ্যতেও থাকবে। আমরা রাজনীতি করি আল্লাহর সন্তুষ্টি ও জনগণের কল্যাণের জন্য। আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়েই আমরা ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গড়ে তুলতে চাই।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলা জামায়াতের আমীর ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক ফজলুল হক, উপজেলা কর্মপরিষদ সদস্য আবু সালেহ মো. ওবাইদুল্লাহ, নেহালপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আবু তালহা ও সাধারণ সম্পাদক মাওলানা আঃ হামিদ। এছাড়াও জামায়াতে ইসলামী ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অন্যান্য বক্তারাও বলেন, জামায়াতের এই মানবিক হাদিয়া কেবল সহায়তা নয়; এটি জনগণের সাথে আত্মিক সম্পর্ক ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করেছে। তারা আশ্বাস দেন, যে কোনো দুর্যোগে জামায়াতে ইসলামী জনগণের পাশে থাকবে। মানবিক হাদিয়া গ্রহণকারী পানিবন্দি পরিবারগুলো কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এ সহায়তা তাদের জন্য শুধু খাদ্যসামগ্রী নয়; এটি আশার আলো, এটি নতুন শক্তির উৎস। এ কার্যক্রমকে ঘিরে এলাকায় সৃষ্টি হয় আবেগঘন পরিবেশ। অসহায় মানুষরা স্বস্তি ও আনন্দ ভাগাভাগি করেন। স্থানীয়রা জানান, জামায়াতে ইসলামী’র এ উদ্যোগ তাদের মনোবলকে দৃঢ় করেছে এবং দুর্দশা মোকাবিলায় সাহস যুগিয়েছে।