স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ

কেন্দ্রীয় ঘোষিত ৫ দফা দাবির পক্ষে সমর্থন জানিয়ে গাজীপুরের শ্রীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা শাখার উদ্যোগে শ্রীপুর রেলওয়ে মসজিদ চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে টেংরা রাস্তার মোড়ে গিয়ে শেষ হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আমির মাওলানা নুরুল ইসলাম এবং সঞ্চালনা করেন উপজেলা সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ।

প্রধান অতিথির বক্তব্যে গাজীপুর জেলা আমির ও গাজীপুর-৩ আসনের জামাত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. মোঃ জাহাঙ্গীর আলম বলেন, “আগামী জাতীয় নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে হবে এবং তা অবশ্যই জাতীয় সনদের ভিত্তিতে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে পরিচালিত হতে হবে। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করতে হবে। স্বৈরাচারের দোসর জাতীয় পার্টিসহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।”

তিনি আরও বলেন, “গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনগণের অধিকার রক্ষায় জামায়াতে ইসলামী সবসময় মাঠে আছে এবং এই ৫ দফা দাবির বাস্তবায়নে অবিচল থাকবে।”

সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান খান, উপজেলা নায়েবে আমির মাওলানা জাহাঙ্গীর কবির, উপজেলা সেক্রেটারি ডা. জসিম উদ্দিন, পৌর আমির ডা. আনিসুজ্জামান, গাজীপুর ইউনিয়ন সভাপতি আইয়ুব আলী, বরমী ইউনিয়ন আমির মাওলানা আমিনুল ইসলাম, গোসিংগা ইউনিয়ন সভাপতি আবু সাঈম খান, প্রহলাদপুর ইউনিয়ন আমির মাওলানা মোঃ সুলাইমান হোসাইন, তেলিহাটি ইউনিয়ন আমির মাওলানা জুবায়ের সরকার এবং ইসলামী ছাত্রশিবির উপজেলা সভাপতি মোঃ হাবিবুর রহমান।

বক্তব্য শেষে আয়োজিত বিক্ষোভ মিছিলে কয়েক হাজার নেতাকর্মী ব্যানার, প্ল্যাকার্ড ও স্লোগানসহ অংশগ্রহণ করেন। শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই কর্মসূচি জনসমাগমে উৎসবমুখর হয়ে ওঠে।