আন্তর্জাতিক কৃষি ও সংশ্লিষ্ট বিজ্ঞানভিত্তিক শিক্ষার্থীদের সম্মানজনক সংগঠন ইয়াস (ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব স্টুডেন্টস ইন অ্যাগ্রিকালচারাল অ্যান্ড রিলেটেড সায়েন্সেস) বাংলাদেশ-এর উদ্যোগে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) অনুষ্ঠিত হয়েছে ৫ম ন্যাশনাল কংগ্রেস ২০২৫। 'কৃষির নতুন দিগন্ত উন্মোচন: জলবায়ু পরিবর্তনের সঙ্গে টিকে থাকার জন্য তরুণদের নেতৃত্বে উদ্ভাবন ও কৃষি প্রযুক্তির ব্যবহার' প্রতিপাদ্যকে কেন্দ্র করে শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটোরিয়ামে অনুষ্ঠানটি শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম এবং পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হান। কী-নোট স্পিকার হিসেবে বক্তব্য দেন ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ। ইয়াস বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর মোঃ ইসরাফিল হোসাইন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে দেশের ১১টি বিশ্ববিদ্যালয়ের ইয়াসের গ্র্যাজুয়েট ও পোস্টগ্র্যাজুয়েট শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে জুলাই যোদ্ধা ওসমান হাদীর স্মরণে এক মিনিট নীরবতা পালন ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এরপর গাকৃবির সাফল্য ও উৎকর্ষ প্রদর্শন করে একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।
প্রধান অতিথি ভাইস-চ্যান্সেলর বলেন, 'টেকসই কৃষি উন্নয়নের জন্য উদ্ভাবনী চিন্তা, গবেষণাভিত্তিক জ্ঞান ও মাঠ পর্যায়ের কার্যকর প্রয়োগ অপরিহার্য। ইয়াস (ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব স্টুডেন্টস ইন অ্যাগ্রিকালচারাল অ্যান্ড রিলেটেড সায়েন্সেস) বাংলাদেশের উদ্যোগের মাধ্যমে তরুণদের কৃষি খাতে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা সম্ভব হচ্ছে।' অনুষ্ঠানে নতুন কমিটি ঘোষণা করা হয়, যেখানে গাকৃবির লোকাল ডিরেক্টর নির্বাচিত হন তৌফিকুল ইসলাম।
দ্বিতীয় পর্বে কেস প্রতিযোগিতা ও আইডিয়া সৃজনমূলক আলোচনার মাধ্যমে কৃষির সার্বিক উৎকর্ষ সাধনের পথ উদঘাটন করা হয়। পরবর্তী দিনে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট ভ্রমণের মাধ্যমে শিক্ষার্থীরা আন্তর্জাতিক ও বৈজ্ঞানিক এক্সপোজারের সুযোগ পান।
ইয়াস (ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব স্টুডেন্টস ইন অ্যাগ্রিকালচারাল অ্যান্ড রিলেটেড সায়েন্সেস), ১৯৫৭ সালে প্রতিষ্ঠিত, বর্তমানে বিশ্বের ৫০টিরও বেশি দেশে সক্রিয় এবং বাংলাদেশের ১৭টির বেশি কৃষি ও জীব-বিজ্ঞানভিত্তিক বিশ্ববিদ্যালয়ে কার্যক্রম পরিচালনা করছে।