সাতকানিয়া সংবাদদাতা : বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য, সাবেক এমপি শাহজাহান চৌধুরী বলেছেন, দুনিয়াবী সফলতার জন্য জামায়াত ইসলামি রাজনীতি করে না। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামই জামায়াত ইসলামী করে যাচ্ছে। এই আন্দোলনকে এগিয়ে নিতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে হবে। তিনি সম্প্রতি চন্দনাইশ উপজেলার ধোপাছড়ি ইউনিয়ন জামায়াতের উদ্দেগে চট্টগ্রাম-১৪ আসনে জামায়াত প্রার্থী ডা. শাহাদাত হোসেনের সমর্থনে আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তৃতা করেন। ধোপাছড়ি ইউনিয়ন জামায়াতের সভাপতি ডা. নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি ছিলেন, সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন, রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রাশেদুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের মজলিসে সুরা সদস্য ডা. আব্দুল জলিল, উত্তর সাতকানিয়া সাঙ্গু সাংগঠনিক উপজেলার সেক্রেটারি, মোহাম্মদ ইলিয়াস, সাতকানিয়া সাংবাদিক সমিতির সভাপতি শহীদুল ইসলাম বাবর ও বিশিষ্ট সমাজসেবক মোঃ শাহ আলম। ধোপাছড়ি জামায়াতের সেক্রেটারি সিরাজুল ইসলাম মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন।

সোনারগাঁও

বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলায় ১১ই জুলাই ২০২৫ (জুমাবার) ঐতিহাসিক কর্মী সম্মেলন সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। প্রস্তুতি সভায় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

সম্প্রতি সোনারগাঁ উপজেলার একটি রেস্টুরেন্টে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলার কর্মপরিষদ সদস্য মাওলানা আশরাফুল ইসলামের সঞ্চালনায় সোনারগাঁ উপজেলার তদারককারী খোরশেদ আলম স্যারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলার আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্য মমিনুল হক সরকার, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য প্রার্থী প্রিন্সিপাল ডক্টর ইকবাল হোসাইন ভূঁইয়া, আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার কর্মপরিষদ সদস্য মাওলানা জাহাঙ্গীর আলম, সোনারগা উপজেলা উত্তরের আমির মাওলানা ইসহাক মিয়া, দক্ষিণের সেক্রেটারি জনাব আসাদুল ইসলাম, উত্তরের সেক্রেটারি মাওলানা ইব্রাহিম হাসান প্রমুখ।

গোপালপুর (টাঙ্গাইল)

টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগ শাখার প্রায় ১৭ বছর পর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। গোপালপুর ২০১ গম্বুজ মসজিদ অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। গোপালপুর উপজেলা মহিলা বিভাগের সেক্রেটারি ফজিলা খাতুনের সভাপতিত্বে, প্রধান অতিথির বক্তব্য পেশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামি টাঙ্গাইল জেলা শাখার সেক্রেটারি ২০১ গম্বুজ মসজিদের পরিচালক গোপালপুর এবং ভুঞাপুরের এমপি প্রার্থী মাওলানা হুমায়ুন কবির।

সরিষাবাড়ী (জামালপুর)

জামালপুর ৪ সরিষাবাড়ী আসনে জামায়াত মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা সেক্রেটারী এড. আলহাজ্ব মাওঃ মোঃ আব্দুল আওয়াল পর্যন্ত সরিষাবাড়ী পৌরসভার ৩নং, ৬ নং ও ১ নংওয়ার্ডের কিছু অংশে নেতাকর্মী নিয়ে গণসংযোগ করেন।

এসময় তিনি জনসাধারণের সাথে কুশল বিনিময়ের পাশাপাশি বলারদিয়ার মাদুর মোড় ও বালিয়া ব্রিজপাড় সংলগ্ন মোড়ে পথসভা করেন। এতে উপস্থিত ছিলেন পৌর আমীর গোলাম রব্বানী, সেক্রেটারি আহম্মদ আলী, বায়তুল মাল সম্পাদক হাফেজ শফিকুল ইসলাম, অফিস ও প্রচার সম্পাদক শাফিন আহমদ, উপজেলা আমীর ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান দুলাল, সেক্রেটারি মাওলানা মুহাম্মদ মনির উদ্দিন, শূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক শামীম হোসাইন সোহেল, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি আক্তারুজ্জমান সোহাগ ও স্থানীয় ওয়ার্ড নেতৃবৃন্দ প্রমুখ।

রায়পুরা (নরসিংদী)

নরসিংদীর রায়পুরায় বাংলাদেশ জামায়াত ইসলামি আমিরগঞ্জ ইউনিয়ন শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার হাসনাবাদ বাজারের এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়াত ইসলামি আমিরগঞ্জ ইউনিয়ন শাখার সভাপতি আবদুল্লাহ সুলাইমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামির নরসিংদী জেলা ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও নরসিংদী জেলা জামায়াত ইসলামির মিডিয়া ও প্রচার সম্পাদক এডভোকেট আমিরুল ইসলাম, আহমেদ। রায়পুরা উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ফয়সাল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন রায়পুরা উপজেলা পশ্চিম শাখার আমীর অধ্যাপক মাওলানা আদিল ভূঞা। বিশেষ ছিলেন নরসিংদী জেলা জামায়াত ইসলামির কর্মপরিষদ সদস্য ও দপ্তর সম্পাদক অধ্যাপক মাওলানা সাইফুদ্দিন আহমেদ প্রমুখ।

জামালপুর

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার গ্রামে গ্রামে চলছে জামায়াতে ইসলামীর গনসংযোগ উপজেলার উত্তর প্রান্তে কুড়িগ্রাম জেলা সীমান্তে অবস্থিত ডাংধরা ইউনিয়নে গণসংযোগ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জামালপুর জেলা শাখার সাবেক আমীর এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-০১ (দেওয়ানগঞ্জ -বকশীগঞ্জ) আসনে জামায়াতে ইসলামীর মনোনয়নে সম্ভাব্য এমপি প্রার্থী এডভোকেট মাওলানা মুহাম্মদ নাজমুল হক সাঈদী। তাঁর সাথে ছিলেন জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখার অর্থ সম্পাদক ও দেওয়ানগঞ্জ উপজেলার সাবেক আমীর অধ্যাপক ছামিউল হক, উপজেলা উপজেলা সেক্রেটারি মাওলানা আতিকুর রহমান, ডাংধরা ইউনিয়নের আমীর মাওলানা ইমান আলী, ইউনিয়ন সেক্রেটারি সাইফুল ইসলাম বিএসসি, যুব নেতা মোসাদ্দেক হোসেন এবং জামায়াতের স্থানীয় নেতাকর্মীসহ এলাকার ব্যবসায়ী ও সমাজসেবক ব্যক্তিবর্গ। পরে স্থানীয় কাউনিয়ারচর বাজারে ইউনিয়ন জামায়াত আয়োজিত এক কর্মী ও সহযোগী সমন্বয়ে জনসমাবেশে তিনি প্রধান অতিথির বক্তৃতা করেন।

গাইবান্ধা

জামায়াতে ইসলামীর জেলা শাখার আমীর ও কেন্দ্রীয় শুরা সদস্য মোঃ আব্দুল করিম বলেছেন, আমরা আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য দল করি। মানুষের কল্যাণে কাজ করার জন্য দল করি।

একটি দুর্নীতিমুক্ত শান্তি ও কল্যাণকর রাষ্ট্র গঠনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। আমারা দুনিয়ায় কিছু পাওয়ার জন্য দল করি না। বাড়ী-গাড়ী, টাকা-পয়সা অর্জনের জন্য আমরা রাজনীতি করি না। মৃত্যু হলে শুধু সাদা কাপড় সাথে যাবে আর কিছু সাথে যাবে না। তাই আমরা মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছি।

ইনশাআল্লাহ আগামী দিনে আমরা সরকার গঠন করবো।

গাইবান্ধা

জেলার গোবিন্দগঞ্জ থানার কোচাশহর ইউনিয়নের হরিপুর রাস্তার পাকার মাথা থেকে হরিপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা পর্যন্ত টিয়ার প্রকল্পের ইটের সলিং উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় ইউনিট সদস্য, সাবেক জেলা আমীর ও গোবিন্দগঞ্জ উপজেলার জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী ডা. আব্দুর রহিম সরকার।

এ সময় আরো উপস্থিত ছিলেন কোচাশহর ইউনিয়নের জামায়াতে ইসলামীর সাবেক সভাপতি বজলুর রহমান, সেক্রেটারি রাফি মিয়াসহ ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ।

পাইকগাছা (খুলনা)

খুলনা-৬ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ও সংগঠনের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের পতন হলেও সমাজ থেকে ফ্যাসিবাদ ও দুর্নীতি দূর করতে না পারলে জুলাই বিপ্লবের কাক্সিক্ষত সফলতা আসবে না। তিনি বলেন, ফ্যাসিবাদরা দেশের মানুষ কে জিম্মি করে বারবার গণতন্ত্র কে হত্যা করেছে আর জনগণ গণতন্ত্র কে ফিরিয়ে আনতে বারবার জীবন দিয়েছে। মাওলানা আবুল কালাম আজাদ বলেন জুলাই বিপ্লবে ছাত্র জনতার আত্মত্যাগ গণতন্ত্রের ইতিহাসে চির স্মরণীয় হয়ে থাকবে। তিনি বলেন ভবিষ্যতে যাতে আর কোন ফ্যাসিবাদের উত্থান না হয় এজন্য জনবান্ধব গনতান্ত্রিক ব্যবস্থাকে টেকসই ও শক্তিশালী করতে হবে। এজন্য সবাই কে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনের মাধ্যমে জনবান্ধব সরকার প্রতিষ্ঠা করতে হবে। দূর্নীতি মুক্ত সমাজ প্রতিষ্ঠায় জামায়াতের কোন বিকল্প নাই উল্লেখ করে তিনি জামায়াতের পাশে থাকার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান। তিনি সম্প্রতি গণসংযোগ ও মতবিনিময় কালে এসব কথা বলেন।

চকরিয়া

বাংলাদেশ জামায়াতে ইসলামী চকরিয়ার খুটাখালী ইউনিয়নের উদ্যোগে সাংগঠনিক ও বায়তুলমাল পক্ষ উপলক্ষে সম্প্রতি স্থানীয় কমিউনিটি সেন্টার মিলনায়তনে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। খুটাখালী ইউনিয়ন ইমারত জামায়াতের আমীর ইউপি চেয়ারম্যান মাওলানা আবদুর রহমানের সভাপতিত্ব অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জামায়াত মনোনীত চকরিয়া-পেকুয়া আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী কক্সবাজার শহর জামায়াতের আমীর আবদুল্লাহ আল ফারুক।

মীরসরাই

বাংলাদেশ জামায়াতে ইসলামী জোরারগঞ্জ থানা শাখার উদ্যোগে সম্প্রতি থানা শাখার কার্যালয়ে থানা আমীর মাওলানা নুরুল হুদা হামিদীর সভাপতিত্বে ও থানা সহকারী সেক্রেটারি আনোয়ার হোসেনের পরিচালনায় অগ্রসর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় ,

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলার সংগ্রামী সেক্রেটারি জনাব আবদুল জাব্বার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা শুরা ও কর্ম পরিষদ সদস্য অধ্যাপক বোরহান উদ্দিন, থানা সেক্রেটারি জনাব মাইন উদ্দিন প্রমুখ।

বিএনপি

অভয়নগর (যশো) : বিএনপির ভাইসচেয়ারম্যান তারেক রহমানের ৩২ দফা বাস্তবায়নের লক্ষ্যে তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নওয়াপাড়া সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে থানা যুবদলের সদস্য সচীব হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন থানা বিএনপির সদস্য মশিয়ার রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান জনি। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সহসভাপতি জিএম বাচ্চু,সেলিম রেজা, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক এফ এম গিয়াস উদ্দিন, ইউপি চেয়ারম্যান তৈয়ুবুর রহমান, সাবেক চেয়ারম্যান ফিরোজ হোসেন, মোহাম্মদ আলী,বিএনপি নেতা মেঝবাউর রহমান ডাব্লু। বৃষ্টি কে উপেক্ষা করে বিকেল ৩টা থেকে নওয়াপাড়া পৌরসভার ওযার্ড ও বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিলসহকারে বিএনপি ও তার অংগসংগঠনের নারী ও পুরুষ নেতাকর্মীরা নওয়াপাড়া হাইস্কুল মাঠে সমবেত হতে থাকে। সমাবেশ থেকে বিএনপি নেতা আকতার কোরাইশী পাপ্পু ও মাসুদ পারভেজ সাথীর মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবি জানানো হয়।

সিংড়া (নাটোর)

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রুপরেখার ৩১ দফার আলোকে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ, গণসংযোগ ও পথসভা করেছেন নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, সিংড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী দাউদার মাহমুদ। গত ২৯ জুন সিংড়া পৌরসভার বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সদস্য সচিব তায়েজুল ইসলাম, চৌগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক এডভোকেট আকরাম হোসেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান কল্লোল, পৌর যুবদলের সদস্য সচিব আমিনুল হক, যুবদল নেতা আব্দুল্লাহ আল মমিন প্রমুখ।