সখিপুর (টাঙ্গাইল) সংবাদদাতা : টাঙ্গাইলের সখিপুর উপজেলার হতেয়া রাজাবাড়ি ইউনিয়নের ইন্নত খা চালা থেকে গিলাচালা সড়কটি বর্তমানে বেহাল অবস্থায় রয়েছে। দীর্ঘদিন ধরে রাস্তাটির মেরামতের কোনো উদ্যোগ না নেওয়ায় জনভোগান্তি চরমে উঠেছে। স্থানীয়দের অভিযোগ, এলাকার কয়েকজন প্রভাবশালী কাঠ ব্যবসায়ী নিবন্ধনবিহীন ট্যাফে ট্রাক্টর ব্যবহার করে প্রতিনিয়ত ভারী কাঠ পরিবহন করছেন। এই বেআইনি ও নিয়ম বহির্ভূত যান চলাচলের কারণেই রাস্তার এমন করুণ দশা হয়েছে।
স্থানীয় জনগণ জানান, রাস্তার মাটির উপরে গভীর গর্ত তৈরি হয়েছে, যার ফলে হেঁটে চলাও দুঃসাধ্য হয়ে পড়েছে, বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থীদের জন্য এটি হয়ে উঠেছে একটি বড় দুর্ভোগ।এ প্রসঙ্গে এক স্থানীয় বাসিন্দারা বলেন, “প্রভাবশালীদের ভয়ে কেউ কিছু বলতে সাহস পায় না। প্রশাসন চাইলে সহজেই এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে, কিন্তু অজ্ঞাত কারণে নিরব ভূমিকা পালন করছে।” এলাকাবাসীর একমাত্র দাবী, অবিলম্বে নিবন্ধনহীন ট্রাক্টর চলাচল বন্ধ করে রাস্তা মেরামত করে এটি চলাচল উপযোগী করে তোলা হোক। স্থানীয় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপই পারে এই ভোগান্তির অবসান ঘটাতে। এসব রাস্তাগুলোতে সড়ক দুর্ঘটনা নিত্যনৈমিত্তিক ব্যাপারে পরিণত হয়েছে।
এ ছাড়াও বিগত পতিত পতিত স্বৈরাচারী সরকারের ঘোষিত তথাকথিত প্রথম শ্রেণির পৌরসভা হিসেবে খ্যাত সখিপুর পৌরসভার এমন কোন রাস্তা নেই, যেখানে মানুষ স্বাভাবিকভাবে চলাচল করতে পারে। সখিপুর টু শালগ্রামপুর রোড, কচুয়া টু সাগরদীঘি রোড এবং সখিপুর ইন্দারজানি রোডে যানবাহন তো দূরের কথা পায়ে হেঁটে চলারও অযোগ্য হয়ে পড়েছে। কর্তৃপক্ষ নির্বিকার। জনগণের ট্যাক্সের টাকায় পৌরকর্মকর্তাদের বেতন ছাড়া আর কোন খ্যাতে ব্যয় হচ্ছে না বলেও স্থানীয় জনগণ ক্ষোভ প্রকাশ করছে।