আমতলী (বরগুনা) সংবাদদাতা : বরগুনার আমতলীতে নৌবাহিনী ও থানা পুলিশের যৌথ চেকপোস্টের মাধ্যমে অভিযান পরিচালিত হয়েছে। ২৯শে নভেম্বর শনিবার বেলা ১১ টায় এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলার সৈকত ফিলিং স্টেশন সংলগ্ন ছুরিকাটা এলাকার আমতলী-কুয়াকাটা-ঢাকা মহাসড়কে নৌবাহিনীর আমতলী কন্টিজেন্ট কমান্ডার, লেফটেন্যান্ট শাহরিয়া সাফাত এর নেতৃত্বে ১১ সদস্য বিশিষ্ট নৌবাহিনীর একটি সেকশন ও আমতলী থানা পুলিশের তিন সদস্যের সমন্বয়ে এ চেকপোস্ট পরিচালনা করে। চেকপোস্ট চলাকালীন বাস, ট্রাক, প্রাইভেট কার, সিএনজি, মাহিন্দ্রা, মাইক্রো ও মোটর সাইকেলের হেলমেট, কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স ও সন্দেহভাজন ব্যক্তিবর্গকে তল্লাশি করা হয়। চেকপোস্টে মোটর সাইকেল ১১৮টি,বাস ৭টি, প্রাইভেট কার ৪টি, ট্রাক ৭টি, মাইক্রোবাস ৯টি, সিএনজি ৪টি, মাহিন্দ্রা ৫টিতে তল্লাশি করা হয়। এতে সর্বমোট ৭টি মামলার বিপরীতে, সাইত্রিশ হাজার পাঁচশত টাকা জরিমানা, এবং বৈধ কাগজপত্র না থাকায় ১টি মোটর সাইকেল জব্দ করে, আমতলী থানায় নিয়ে আসা হয়। উল্লেখ্য, উক্ত চেকপোস্ট চলাকালীন কোন প্রকার অপ্রীতিকর ঘটনা পরিলক্ষিত হয়নি।