DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

গ্রাম-গঞ্জ-শহর

ধামরাইয়ে পুলিশ কনেস্টবল সুমনের অবৈধ সম্পদের সন্ধান

ঢাকার ধামরাই উপজেলার সানোড়া গ্রামের আওয়ামী লীগ সমর্থিত পরিবারের সন্তান কুলি রিয়াজ উদ্দিনের ছেলে পুলিশ কনস্টেবল সুমনের পাহাড় পরিমান অবৈধ সম্পদের খোঁজ প্রশাসন পাওয়ার পরে ও সে বহাল তবিয়তে রয়েছে ।

Printed Edition
Default Image - DS

ধামরাই (ঢাকা) সংবাদদাতা : ঢাকার ধামরাই উপজেলার সানোড়া গ্রামের আওয়ামী লীগ সমর্থিত পরিবারের সন্তান কুলি রিয়াজ উদ্দিনের ছেলে পুলিশ কনস্টেবল সুমনের পাহাড় পরিমান অবৈধ সম্পদের খোঁজ প্রশাসন পাওয়ার পরে ও সে বহাল তবিয়তে রয়েছে ।

জানাগেছে , ধামরাইয়ের সানোড়া গ্রামের দরিদ্র পরিবারের সন্তান কনেষ্টবল সুমন হঠাৎ পাহাড় পরিমাণ অবৈধ সম্পদের মালিক বনে যাওয়ায় বিভিন্ন অভিযোগে ২০২১ সালে পুলিশ হেডকোয়ার্টার থেকে পুলিশের (এস বি) কাছে তদন্তের জন্য দিলে তদন্ত কর্মকর্তা কনেষ্টবল সুমনের অবৈধ সম্পদের খোঁজ পেয়ে (এস বি) সঠিক প্রতিবেদন প্রদান করেন পুলিশ হেডকোয়ার্টারে । অবৈধ সম্পদের সঠিক তথ্য পাওয়ায় পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষ কনেষ্টবল সুমন কে চাকুরী থেকে সাময়িক বহিষ্কার প্রদান করে । কিন্তু চতুর দুনীতি বাজ সুমন মোটা অংকের উৎকোচ দিয়ে অসাধু তদন্ত পুলিশ কর্মকর্তা কে ম্যানেজ করে পুনরায় চাকুরীতে বহাল হয়েছে । যে কারনে কনেষ্টবল সুমন বহাল তবিয়তে থেকে ধামরাই , সাভার ও আশুলিয়ায় এলাকায় পুলিশের কনেষ্টবলে নিয়োগ বানিজ্য করে কোটি কোটি টাকা অবৈধ ভাবে হাতিয়ে নিয়ে সে দুর্নীতি , অনিয়ম চালিয়ে যাচ্ছে এখনো। এ কনেস্টবল সুমন প্রায় এক হাজার কোটি টাকার মালিক বনে যাওয়ায় এলাকায় জনমনে এখন বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হয়ে পড়েছে। আওয়ামিলীগ সমর্থিত পরিবারের সন্তান এই চতুর কনেষ্টবল সুমন তার অবৈধ সম্পদ প্রায়ই তার ভাই, বোন, স্ত্রী ও ছেলে-মেয়ের নামে লিখে দিয়েছেন যাতে সে দুর্নীতি দমন কমিশন ( দুদকের ) জালে ধরা না পরে।