ঈদ-উল-ফিতরের ছুটি শেষে গতকাল রোববার থেকে অফিস কার্যক্রম শুরু হলেও সিলেট তামাবিল স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, আজ সোমবার থেকে জেলা আমাদানিকারক গ্রুপ তাদের কার্যক্রম শুরু করবে।

তামাবিল স্থলবন্দরের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, রোববার স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে। তারা যথারীতি অফিস খুলেছেন, কর্মকর্তারা অফিসে ফিরে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন। তবে, আমদানি-রপ্তানি শুরু হয়নি। তিনি আরও জানান, জেলা আমদানিকারক গ্রুপের পক্ষ থেকে তামাবিল স্টেশনে ২৬ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত আমদানি-রপ্তানি বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়। এ কারণে সোমবার থেকে যথারীতি আমদানি-রপ্তানি শুরু হবে বলে আশা প্রকাশ করেন তিনি।