এদেশের কিছুসংখ্যক মানুষ ও বিশেষ রাজনৈতিক দল ছাড়া সকলেই জুলাই-আগষ্টের মুক্তিযোদ্ধা; তাই এ বিষয়ে কোন বিভেদ সৃষ্টি না করার আহবান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা জেলা আমীর মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন।

গতকাল বুধবার বিকাল ৫ টায় সাভার মডেল মসজিদের সামনে জুলাই অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষ্যে গণমিছিল পূর্ব বিশাল সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঢাকা-১৯ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা সেক্রেটারি মাওলানা আফজাল হোসাইনের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর ও ঢাকা-২০ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা আব্দুর রউফ, ঢাকা-২ আসনের জামায়াতের প্রার্থী ইঞ্জিনিয়ার তৌফিক হাসান, সহকারী সেক্রেটারি মাওলানা শাহাদাত হোসাইন, রাজনৈতিক সেক্রেটারি হাসান মাহবুব, আইনবিষয়ক সেক্রেটারি এডভোকেট শহিদুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ তৌহিদ হোসেন, লুৎফর রহমান মোল্লা, প্রচার ও মিডিয়া সম্পাদক আসাদুজ্জামান জীম, সাভার থানা আমীর আব্দুল কাদের, সাভার পৌর আমীর আজিজুর রহমান, আশুলিয়া থানা আমীর বশির আহমেদ, ধামরাই থানা আমীর মাওলানা আব্দুল হালিম ও ধামরাই পৌর আমীর মাওলানা শামসুল ইসলাম প্রমূখ।

মাওলানা দেলোয়ার হোসাইন বলেন, বিগত ১৫ বছর স্বৈরাচার আওয়ামী-বাকশালীরা এদেশে যে দুঃশাসন চালিয়েছে তার প্রেক্ষিতে এদেশের ছাত্র-জনতা ঐক্যবদ্ধ হয়ে গণঅভ্যুত্থানের মাধ্যমে তাদেরকে লজ্জাজনকভাবে ক্ষমতা থেকে বিদায় করতে বাধ্য করেছে। তারা ফিরে আসার জন্য সার্বক্ষণিক ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এজন্য জামায়াতের কর্মীদেরকে এদেশের জনতাকে সাথে নিয়ে তাদের এ ষড়যন্ত্র কোনভাবেই সফল হতে দেবে না। আর যারা নতুন করে স্বৈরাচার হওয়ার চেষ্টা করছেন তাদেরকেও জনগণ কোন ভাবেই মেনে নেবে না।

তিনি বলেন, জামায়াত ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠার আন্দোলন করছে, এটি অব্যাহত রাখবে। তিনি দেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করার জন্য আগামী নির্বাচনকে চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করতে সকলের প্রতি আহবান জানান। প্রেসবিজ্ঞপ্তি।