দেবহাটা (সাতক্ষীরা) সংবাদদাতা: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি‘র কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা বলেন, ইসলামী ছাত্রশিবির জাতির বৃহত্তর স্বার্থে যে কারোর সাথে কাজ করতে প্রস্তুত আছি যেটা জাতিকে বেনিফিট দিবে এরকম কোন কাজ হলে। বিগত ফ্যাসিবাদী শাসন আমলে আমরা কিন্তু নানা ধরনের কর্মসূচি বাস্তবায়ন করেছি। ওই সময় রাজনৈতিক দলগুলোর মধ্যে নেতৃত্বে ছিলো বিএনপি ,জামায়াত সহ অন্যন্যা দলগুলো, তখনও কিন্তু আমরা রাজপথে ছিলাম। রাসূল (সা.) কে নিয়ে যখন কটুক্তি করা হয়েছিলো এর প্রতিবাদে ধর্মপ্রাণ মুসলমানরা রাস্তায় নেমে এসেছিলো এ ধর্মপ্রাণ মুসলমানদের সাথে ইসলামী ছাত্রশিবিরও সম্পৃক্ত ছিলো। আল্লামা সাঈদীকে যখন ফাঁসির রায় দেওয়া হয়েছিলো ,হত্যা করা হয়েছিলো তখনও ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা মাঠে নেমে এসে জীবন দিয়েছে।
তিনি আরো বলেন, এমনতো অবস্থায় বাংলাদেশের যেকোন সংকটময় মুহূর্তে ইসলামী ছাত্রশিবির যে টার্গেটে থাকে সেটি হচ্ছে বৃহত্তরও কোন স্বার্থে যদি প্রয়োজন হয় ইসলামী ছাত্রশিবির যে কারোর সাথে কাজ করতে প্রস্তুত আছে। আপনারা জানেন, বিগত ১৬বছরে আমরা ফ্যাসিবাদী শাসনের অধিনে ছিলাম। এখান থেকে আমরা বাহির হতে পারছিলাম না তখন আমাদের মনে হয়েছিলো এরকম কোন একটা প্ল্যাটফর্ম দরকার যেটা জেনারেল প্ল্যাটফর্ম আর এই জেনারেল প্ল্যাটফর্ম থেকে কাজগুলো বের হয়ে আসুক। এই ধারাবাহিকতায় আমরা কিন্তু সাধারণ শিক্ষার্থী সবাই মিলে রাস্তায় নেমে ছিলাম এবং জুলাই বিপ্লব ও জুলাই গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে এবং আমরা বিজয় নিচ্শিত করেছি। ইসলামী ছাত্রশিবিরের ভিশন হলো সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরি। এই সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরি করতে যারাই কাজ করবে আমরা তাদেরকে সহযোগিতা করতে চাই। এটা হলে এখানে অবিচার, অন্যায় , জুলুম, দূর্নীতি থাকবে না ন্যায় ও ইনসাফ থাকবে এই এজেন্ডায় যদি কোন রাজনৈতিক দলের সাথে মিলে যায় আমরা যে কারোর সাথে কাজ করতে প্রস্তুত আছি।
সম্প্রতি সরকারি কেবিএ কলেজ শাখার ছাত্রশিবিরের সভাপতি মো. বেল্লাল হোসেন’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির’র কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক আমিরুল ইসলাম , জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাহবুবুল আলম, সাবেক জেলা সভাপতি অধ্যাপক ওমর ফারুক, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় মাদ্রাসা বিষয়ক সম্পাদক এইচ এম ইমদাদুল হক, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় দাওয়া সম্পাদক মনিরুজ্জামান শামিম, ছাত্রশিবিরের শহর শাখার সভাপতি আল মামুন, জেলা সভাপতি জুবায়ের হোসেন, সেক্রেটারী নাজমুল হোসেন, অর্থ সম্পাদক মতিউর রহমান, সরকারি কেবিএ কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান মো. মনিরুজ্জামান মহাসিন, সহকারী অধ্যাপক নাসিরউদ্দীন, সখিপুর ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইয়াকুব আলী, ছাত্রশিবিরের দেবহাটা (উত্তর) শাখার সভাপতি রোকনুজ্জামান রোকন, সেক্রেটারী সাফায়াত হোসেন, দেবহাটা (দক্ষিণ) শাখার সভাপতি আশিকুজ্জামান আশিক, সেক্রেটারী আবু সাঈদ প্রমুখ।