সিলেটে গতকাল শনিবার সকাল ৬টা থেকে জেলার সর্বত্র পণ্য পরিবহন শ্রমিকদের কর্মবিরতি পালিত হচ্ছে। এতে জেলার বিভিন্ন সড়কে ট্রাক, লরি ও কাভার্ড ভ্যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। ফলে পণ্য পরিবহন কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। জেলা পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলার সব মালিক-শ্রমিক একত্রিত হয়ে যৌক্তিক দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলনে অংশ নিয়েছেন। সিলেট জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. দিলু মিয়া জানান, পাথর কোয়ারি ও বিভিন্ন গাড়ি বাজেয়াপ্ত করার বিষয় নিয়ে জেলা প্রশাসক যে সিদ্ধান্ত নিয়েছেন আমরা সেগুলোর প্রতিবাদ জানাই।