ঢাকার কারওয়ান বাজারে বিডিবিএল ভবনের লিফট দুর্ঘটনায় ৫ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে অফিস শুরুর আগে ৯টার দিকে ১৮ তলা ওই ভবনের একটি লিফটে যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটে বলে তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) নাজমুল জান্নাত শাহ জানিয়েছেন। তিনি বলেন, লিফটটি নিচতলা থেকে উপরে ওঠার সময় যান্ত্রিক ত্রুটির কারণে দ্বিতীয় তলা থেকে ঝাঁকি খেয়ে নিচে নেমে আসে। পরে আবার ঝাঁকি খেতে খেতে উপরের দিকে উঠতে থাকে, একপর্যায়ে ১৫ তলায় গিয়ে লিফট থামে। এতে লিফটে থাকা লোকজন আহত হয়েছেন, এদের মধ্যে ৫ জনকে পান্থপথের বিআরবি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানতে পেরেছি। তবে আহতদের বিস্তারিত নাম-পরিচয় জানাতে পারেননি পরিদর্শক নাজমুল। এ ঘটনায় আহতদের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি বলেও জানিয়েছেন তিনি।
বিডিবিএল ভবনে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কার্যালয়সহ দৈনিক বণিক বার্তা ও একাত্তর টেলিভিশনের কার্যালয় রয়েছে। সেখানে ‘লিফট ছিঁড়ে’ কয়েকজন আহত হয়েছেন বলে সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হতে থাকে। শাহনাজ শারমীন নামে এক সাংবাদিক হাসপাতালে ভর্তি ৫ জনের বাইরে আরও ৬ জন আহত হওয়ার তথ্য দেন ফেইসবুক পোস্টে। ওই ভবনে তার অফিস জানিয়ে পোস্টে তিনি লেখেন, অফিস ১০টায় ছিল। চারটি লিফটের ২টা সবসময় নষ্ট। বাকিগুলা রুগ্ন তাও টেনে চলে।