চাটখিল (নোয়াখালী) সংবাদদাতা: নোয়াখালীর চাটখিলে মাটি খেকো ঠিকাদার বাবার ভাড়া পিকআপের ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে। গত শুক্রবার রাতে চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের পরানপুর গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গত কয়েকমাস থেকে মোহাম্মদপুর ইউনিয়নের বিভিন্ন ফসলি জমিতে মাটি কাটার উৎসব চলছে। এতে এলাকার বেশিরভাগ রাস্তা নষ্ট হয়ে গেছে। স্থানীয় ও প্রশাসনের চোখ ফাঁকি দিতে রাতের বেলায় এসব মাটি কাটা হচ্ছে। রাজনৈতিক নেতারা এসব অবৈধ মাটি কাটায় নেতৃত্ব দেওয়ার পাশাপাশি প্রশাসনের সহযোগিতারও অভিযোগ স্থানীয়দের।

পরানপুর গ্রামে মাটি কাটার নেতৃত্ব দিয়ে আসছিলেন উপজেলায় ৫নং মোহাম্মদপুর ইউনিয়ন ৯নং ওয়ার্ড মধ্য মোহাম্মদপুর সফর আলী বেপারী বাড়ির (টিবরা বাড়ির) মনির হোসেন। শুক্রবার রাতে উপজেলার পরানপুর গ্রামের আবদুল জলিলের নতুন বাড়ির সামনের কৃষি জমি হতে মাটি কেটে নিয়ে আসার সময় জমির পাশের রাস্তায় দাঁড়িয়ে থাকা মনির হোসেনের ছেলে আশরাফুল আলম (১০) পিকআপের ধাক্কায় চাকার নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

অভিযুক্ত পিকআপ চালক মোঃ আবু বক্কর চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার হাসেমপুর গ্রামের আবিদুর রহমানের ছেলে। এই ঘটনায় অভিযুক্ত চালককে আটক করে থানায় নিয়ে আসার পাশাপাশি পিকআপটি জব্দ করা হয়েছে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সংবাদ পেয়ে লাশ ময়নাতদন্তের জন্য নিয়ে আসা হয়েছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। এবিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’