সিংড়া (নাটোর) সংবাদদাতা : নাটোরের সিংড়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা হলরুমে এ শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়।

উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. আবু মুসা ফেরদৌস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নাটোর-৩ (সিংড়া) আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী প্রফেসর সাইদুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নাটোর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান, সেক্রেটারী মো. আফতাব উদ্দীন, সিংড়া উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আ ব ম আমান উল্লাহ, সেক্রেটারী অধ্যাপক এনতাজ আলী, পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম, সেক্রেটারী আলহাজ্ব উদ্দিন প্রমুখ।