গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে নামমাত্র মূল্যে চক্ষু শিবির ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। চক্ষু শিবির ক্যাম্পে গরীব অসহায় ও দুস্থ মানুষদের নামমাত্র মূল্যে চোখের প্রাথমিক চিকিৎসা এবং ছানি পড়া রোগীদের শনাক্তকরণ করা হয়। তাছাড়া কাছে দেখার জন্য ফ্রী চশমা ও প্রাথমিক ঔষুধ ফ্রি প্রদান করা হয়েছে।

রবিবার (৩১ আগষ্ট) সকাল ৮ থেকে দুপুর ১২ পর্যন্ত উপজেলার এলাইপুর মধ্য বাজারে হেলাল ফাউন্ডেশনের আয়োজনে, নিউ ভিশন আই কেয়ার সেন্টার এর সহায়তায় এই চক্ষু শিবির অনুষ্ঠিত হয়।

আড্ডা নিউ ভিশন আই কেয়ার সেন্টারের কো-অর্ডিনেটর আব্দুল্লাহিল কাফির নেতৃত্বে একটি চিকিৎসক টিম চিকিৎসা সেবা প্রদান করেন। এলাকার প্রায় অর্ধ শতাধিক চক্ষু রোগী এখানে চিকিৎসা সেবা ও পরামর্শ নিয়েছেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেলাল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ হেলাল উদ্দীন।