পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদদারী নরসিংদীর কোর্ট পরিদর্শক খন্দকার জাকির হোসেন ও জেলা গোয়েন্দা বিভাগের পরিদর্শক এস এম কামরুজ্জামান কে তাদের কর্মস্থল থেকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। শনিবার (১৫ মার্চ) নরসিংদীর পুলিশ সুপার মোঃ আব্দুল হান্নান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। আদেশে বলা হয়েছে, প্রশাসনিক কারণে এই দুই পুলিশ কর্মকর্তাকে তাদের কর্মস্থল থেকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তারা নরসিংদী পুলিশ লাইনে নিয়োজিত থাকবেন। পত্র প্রাপ্তির সাথে সাথেই কর্মস্থলের দায়িত্ব হস্তান্তর করে পুলিশ লাইনে যোগদানের তাগিদ করা হয়েছে।