মাহবুব আলম (রাজশাহী তানোর) সংবাদদাতা: গতকাল রোববার রাজশাহীর গোদাগাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামের নায়েবে আমীর অধ্যাপক মজিবুর রহমান প্রধান অতিথি হিসেবে এতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের জেলা অধ্যাপক আব্দুল খালেক। আদর্শ শিক্ষক ফেডারেশনের জেলা সভাপতি সভাপতি ড. ওবায়দুল্লাহ এবং গোদাগাড়ী উপজেলার ভাইস চেয়ারম্যান অধ্যাপক কামারুজ্জামান। এছাড়াও জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ ও অঙ্গসংগঠনের কর্মীরা অনুষ্ঠানে যোগ দেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মজিবুর রহমান বলেন, “গাছ লাগানো শুধু পরিবেশের জন্য নয়, এটি আল্লাহর পক্ষ থেকে সওয়াব অর্জনের একটি উত্তম মাধ্যম। তাই সবাইকে বেশি বেশি করে গাছ লাগাতে হবে।”
একই দিনে তিনি গণসংযোগ কর্মসূচিতে অংশ নেন। গণসংযোগকালে তিনি বলেন, “আমরা আইন চাই, সৎ লোকের শাসন চাই। যদি কোরআন ও সুন্নাহর আলোকে দেশ পরিচালিত হয়, তবে মানুষ শান্তিতে ঘুমাতে পারবে। অন্যায়, জুলুম ও নির্যাতনের অবসান ঘটবে।” বক্তারা বলেন, পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়তে ইসলামী জীবনব্যবস্থার বিকল্প নেই। কর্মসূচির অংশ হিসেবে অতিথিবৃন্দ ও অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রজাতির চারা রোপণ করেন এবং জনসাধারণের মাঝে ব্যাপক সাড়া জাগান।