বাংলাদেশ-ভারত সীমান্ত গুইবিল এলাকায় ৪টি ভারতীয় গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১৯ মার্চ) ভোর ৫টা ৪৫ মিনিটে গুইবিল বিওপি’র একটি বিশেষ টহলের দল নায়েক সুবেদার মোঃ তোফাজ্জল হোসেনের নেতৃত্বে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী ভুলনা চা বাগান নামক এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়।এসময় ভারতীয় ৪টি গরু আটক করে বিজিবি।
অভিযান চলাকালে চোরাকারবারীরা বিজিবি’র টহল দলের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এ সময় টহলদল মালিকবিহীন অবস্থায় ২ টি ষাড় গরু এবং ১টি গাভী (বাছুরসহ) আটক করতে সক্ষম হয়। উদ্ধারকৃত ভারতীয় গরুর আনুমানিক মূল্য ৩লক্ষ ৫হাজার টাকা। বিজিবি’র পক্ষ থেকে আটককৃত গরুর আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের নিকট জমাদানের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিল বলেন, “সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। আমাদের নিয়মিত অভিযানের মাধ্যমে চোরাচালান প্রতিরোধ করা হচ্ছে এবং ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে থাকবে।