ডাক দিবস পালিত
নওগাঁ সংবাদদাতা : ‘জনগণের জন্য ডাক: স্থানীয় পরিষেবা, বৈশ্বিক পরিসর’ এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁয় বিশ্ব ডাক দিবস পালিত হয়েছে। সম্প্রতি দিবসটি উপলক্ষে শহরের প্রধান ডাকঘরের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের মুক্তির মোড় হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডাকঘর চত্বরে গিয়ে শেষ হয়। পরে প্রধান ডাকঘর হলরুমে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় নওগাঁ প্রধান ডাকঘরের জেলা পোস্ট মাস্টার দিলিপ কুমার দাস, ইন্সপেক্টর সারোয়ার হোসেন, টাউন ইন্সপেক্টর সাদ্দাম হোসেনসহ নওগাঁ জেলায় কর্মরত ডাক বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তার বলেন, ডাক বিভাগ একটি প্রাচীন যোগাযোগ মাধ্যম। বহুযুগ পেরিয়ে আজও আস্থার প্রতীক হয়ে মানুষের সেবায় নিয়োজিত ডাক সেবা। শহর থেকে গ্রামের পোস্ট অফিসগুলোতে ডিজিটাল সেবা চালু হওয়ায় বেড়েছে গ্রাহকদের আগ্রহ। ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ভিআইপি সার্ভিস, ডিএমএস, আন্তর্জাতিক পার্সেল সার্ভিসসহ নানামুখী ডিজিটাল সেবা দিয়ে যাচ্ছে পোস্ট অফিসগুলো।
আলোচনা সভা অনুষ্ঠিত
বগুড়া অফিস : বগুড়া সিভিল সার্জন অফিস কর্তৃক আয়োজিত বিশ্ব দৃষ্টি দিবস ২০২৫ উপলক্ষে র্যাালী ও আলোচনা সভা সিভিল সার্জন কার্যালয় হলরুমে অনুষ্ঠিত হয়। সভায় বগুড়ার সিভিল সার্জন ডা. খুরশিদ আলম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক সিভিল সার্জন ডা. আফজাল হোসেন তরফদার, ডেপুটি সিভিল সার্জন ডা. এস এম নুর ই শাদীদ,মেডিকেল অফিসার ডা. সাজ্জাদ উল হক, মেডিকেল অফিসার ডা. মো. নাফিউর রহমান , চক্ষু বিশেষজ্ঞ ডা. মো. ইব্রাহিম খলিলুল্লাহ, প্রবন্ধ উপস্থাপন করেন টিএমএসএস মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মোস্তাফিজুর রহমান মিলন, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মো. আব্দুল হান্নান। শুরুতে বর্ণাঢ্য রেলি শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করেন। অনুষ্ঠানে গ্রামীণ চক্ষু হাসপাতাল, গাক চক্ষু হাসপাতাল, টিএমএসএস মেডিকেল কলেজ ও ব্র্যাকের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সিংড়ায় বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
সিংড়া (নাটোর) সংবাদদাতা : নাটোরের সিংড়ায় বিজ্ঞান মেলা ও ২য় বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ চত্বরে এই মেলা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিয়াম স্কুলের সভাপতি মাজহারুল ইসলাম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নাটোরের জেলা প্রশাসক (ডিসি) আসমা শাহীন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জান্নাত আরা ফেরদৌস, বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ উজ্জ্বল হোসাইন। মেলায় ১৫টি স্টলে বিভিন্ন বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী স্থান পায়।
বিতর্ক প্রতিযোগিতার ওরিয়েন্টেশন
শিবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন বিতর্ক প্রতিযোগিতার ওরিয়েন্টেশন অনু্ষ্িঠত হয়েছে। সম্প্রতি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলীর সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার আবদুল মান্নানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহাদৎ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া, উপজেলা প্রকৌশলী হারুন অর রশিদ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আকতার, শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হারুন অর রশিদ ও শিবগঞ্জ কামিল মাদ্রাসার অধ্যক্ষ জোব্দুল হকসহ অন্যরা। বিতর্ক প্রতিযোগিতায় উপজেলার ৩২টি দল অংশগ্রহণ করেছে।