গাইবান্ধা সংবাদদাতা : পলাশবাড়ী উপজেলা জামায়াতে ইসলামীর প্রবীণ রুকন, সাবেক শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা জাহাঙ্গীর আলম খন্দকার ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গত ২২ ডিসেম্বর সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।
তাঁর ইন্তিকালে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। গাইবান্ধা-৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলামসহ উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
গত ২৩ ডিসেম্বর সকাল ১০টা ৩০ মিনিটে মরহুমের নিজ গ্রাম হরিণমাড়ীতে জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। মরহুমের পরিবার ও স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ জানাযায় অংশগ্রহণের জন্য সকল ধর্মপ্রাণ মুসল্লি ও শুভাকাক্সক্ষীদের বিনীত অনুরোধ জানিয়েছেন।
শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।