হবিগঞ্জ সংবাদদাতা : হবিগঞ্জ জেলার শাহজিবাজার বিদ্যুৎ উপকেন্দ্রে ভয়াবহ অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। শুক্রবার (৩১ জুলাই) রাত সোয়া ৭টার দিকে যান্ত্রিক ত্রুটির কারণে আগুন লাগে বলে জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।
দুর্ঘটনার পরপরই পুরো হবিগঞ্জ জেলা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে। শহর থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলের মানুষ পড়েন চরম দুর্ভোগে। ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, হাসপাতাল, এমনকি জরুরি সেবাও অচল হয়ে পড়ে।
পিডিবির হবিগঞ্জ অঞ্চলের নির্বাহী প্রকৌশলী মনজুর মোরশেদ জানান, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট। স্থানীয় কর্মকর্তা-কর্মচারীদের সহায়তায় প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
তিনি বলেন, “উপকেন্দ্রের কিছু গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং মেরামতের কাজ শুরু হয়েছে। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে কমপক্ষে দুই থেকে আড়াই ঘণ্টা সময় লাগবে।”
তবে কবে নাগাদ পুরোপুরি বিদ্যুৎ ফিরে আসবে, তা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। এদিকে হঠাৎ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় আতঙ্ক আর দুর্ভোগে পড়েছেন জেলাবাসী। সন্ধ্যার পর থেকে অন্ধকারে ডুবে গেছে হাসপাতাল, দোকানপাট ও আবাসিক এলাকা। ব্যাহত হচ্ছে মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সেবা।
স্থানীয়রা অভিযোগ করেছেন, উপকেন্দ্রটিতে নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাব ও পুরনো যন্ত্রাংশের কারণে এমন দুর্ঘটনা বারবার ঘটছে।
ওসমানী বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের চাকা ফেটে একজন নিহত
সিলেট ব্যুরো: সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের চাকা ফেটে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, নিয়মিত রক্ষণাবেক্ষণের অংশ হিসেবে বোর্ডিং ব্রিজের চাকা বদলানো হচ্ছিল। ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজন যখন চাকা খুলে নিচ্ছিল, শেষ দিকে হঠাৎ করে একটি চাকা বিস্ফোরিত হয়। তাতে দুই কর্মী আহত হন। তাদের মধ্যে রুম্মান (২২) নামের একজনকে সিলেট নগরের রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান বলে জানান সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ। নিহত রুম্মানের বাড়ি নগরের বিমানবন্দর থানার টিলাপাড়া এলাকায়। আহত ব্যক্তির নাম এনামুল (২৫)। তার বাড়ি বিমানবন্দর থানার মহালদিগ গ্রামে।