নারায়নগঞ্জ সংবাদদাতা : চুরি, ডাকাতি, ছিনতাই, চাদাঁবাজি ঠেকাতে নারায়ণগঞ্জের বিক্ষোভ লাঠি বাঁশি মিছিল করেছে হোসিয়ারী ব্যবসায়ীরা। শনিবার সকালে বাংলাদেশ হোসিয়ারি এসোসিয়েশন পক্ষে লাঠি বাঁশি মিছিলটি বের করা হয়। এতে শতাধিক হোসিয়ারী ব্যবসায়ী অংশ গ্রহন করে। মিছিলটি উকিলপাড়া, নয়ামাটি, করিম মার্কেট, কাঠেরদোতলা সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করে। ব্যবসায়ীদের অভিযোগ পাচঁ আগষ্ট পরিবর্তিত পরিস্থিরি পর থেকে নারায়ণগঞ্জে ব্যবসায়ীরা আতংকের মধ্যে ব্যবসা পরিচালনা করে আসছে। প্রায় প্রতিদিনই নয়ামাটি, করিম মার্কেট, কাঠের দোতলাসহ বিভিন্ন হোসিয়ারী কারখানা ও শো রুমে চুরি, ডাকাতি হচ্ছে। মাসের শেষের দিকে শ্রমিকরা বেতন নিয়ে বাড়ি যেতে পারছে না। রাস্তায় বের হলেই শ্রমিকদের মারধর ও ছুরিকাঘাত করে টাকা পয়সা ছিনিয়ে নিচ্ছে ছিনতাইকারি ও চাদাঁবাজরা। বিষয়টি আইনশৃংখলা রক্ষকারি বাহিনীর সদস্যদের বার বার অবহিত করেও কোন প্রতিকার পাচ্ছে না ব্যবসায়ীরা। তাই বাধ্য হয়ে চুরি, ডাকাতি, ছিনতাই, চাদাঁরাজি রোধে ব্যবসায়ীরা লাঠি, বাঁশি নিয়ে মাঠে নেমেছে।

হোসিয়ারী ব্যবসায়ীরা জানান, আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। চুরি ডাকাতি ও ছিনতাইয়ের কারণে মফস্বলের ব্যবসায়ীরা আগের মতো পণ্য নিতে নয়ামাটি, করিম মার্কেট, কাঠের দোতালায় আসছে না। যে সব পাইকাররা নারায়ণগঞ্জ পণ্য নিতে আসে তারাও ভয়ের মধ্যে থাকে। যে কারনে আমাদের ব্যবসায় চরম ক্ষতির সম্মুখিন হচ্ছি। নারায়ণগঞ্জ হোসিয়ারী এসোসিয়েশনের সভাপতি বদিউজ্জামান বদু জানান, ছিনতাই চাদাঁবাজিতে অতিষ্ট হয়ে পড়েছে হোসিয়ারী ব্যবসায়ীরা। তাই বাধ্য হয়ে আজ থেকে মার্কেটের প্রতিটি অলিতে গলিতে লাঠি বাঁশি নিয়ে প্রস্তুুত থাকবে ব্যবসায়ী ও শ্রমিকরা। কোন চোর, ডাকাত, ছিনতাই বা চাদাঁবাজ মার্কেটে প্রবেশ করলে তাকে ধরে পুলিশের কাছে সোর্পদ করবে ব্যবসায়ীরা। তিনি বলেন, আমরা আইন হাতে তুলে নিতে চাই-না। কিন্তু আইনশৃংখলা বাহিনী কাছে বাররার তাগাদা দিয়েও আমরা ব্যবসায়ীরা এই সমস্যা থেকে পরিত্রান পাচ্ছি না।