সাতক্ষীরা সংবাদদাতা : সাতক্ষীরার তালায় বজ্রপাতে একজন নিহত হয়েছেন। সোমবার (১৬ জুন ) বিকালে তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের কাঠবুনিয়াগ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হলেন-কাঠবুনিয়া গ্রামে বামছারাম মন্ডল ছেলে ললিত মন্ডল (৫০)।
কাঠবুনিয়াগ্রামে উজ্জল মন্ডল জানান, ললিত মন্ডল কাঠবুনিয়া গ্রামে নিজ ঘেরে মাছ ধরা চারো তৈরি করছিলেন। হটাৎ বজ্রাপাতের ফলে তিনি গুরুত্বর আহত হয়। ঐ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে তালা হাসপাতালে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়।
তালা থানার অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রের মৃত্যু
সাতক্ষীরায় মাছ চুরিরোধে ঘেরের বাঁধে টানিয়ে রাখা বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। রোববার (১৫ জুন) দুপুরে সাতক্ষীরার তালা উপজেলার পারকুমিরা গ্রামে এই ঘটনা ঘটে।
বিদ্যুৎস্পৃষ্টে নিহত স্কুল ছাত্রের নাম মো. মাহফুজ আলী (১৫)। সে সাতক্ষীরার তালা উপজেলার সুরুলিয়া ইউনিয়নের পারকুমিরা গ্রামের মহব্বত আলীর ছেলে। সে স্থানীয় কুমিরা হাই স্কুলের নবম শ্রেণির ছাত্র।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, স্কুল ছাত্র মাহফুজ আলী দুপুরে বাড়ি কাছাকাছি এলাকায় একটি মাছের ঘেরের পাশে বিলে ফুটবল খেলতে গিয়েছিল। খেলা শেষে মাহফুফুজ আলী ওই ঘেরের পানিতে গোসল করতে যায়। এ সময় ঘেরের বেড়ি বাঁধের উপর দিয়ে টানানো বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায় সে।
তালা উপজেলা সুরুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মাসুদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।