চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আগত দুই যাত্রীর কাছ থেকে বিপুল পরিমাণ বিদেশী সিগারেট ও আমদানি নিষিদ্ধ প্রসাধনী জব্দ করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এবং কাস্টমস কর্মকর্তাদের যৌথ দল। জব্দকৃত পণ্যের বিপরীতে তাদের জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে। ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে তারা চট্টগ্রামে পৌঁছান। বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, আটক যাত্রীরা হলেন- ফেনী জেলার মো. আরিফুল ইসলাম এবং চট্টগ্রামের রাউজান উপজেলার মোশাররফ হোসেন।

তিনি জানান, আরিফুল ইসলামের কাছ থেকে ঘোষণা না দিয়ে আনা ১৬৫ কার্টন মন্ড ব্র্যান্ডের বিদেশি সিগারেট এবং মোশাররফ হোসেনের লাগেজ থেকে পাওয়া যায় ২ হাজার ৭৬টি রূপচর্চার বিভিন্ন ক্রিম। এই প্রসাধনীগুলো কাস্টমস আইনে নিষিদ্ধ ঘোষিত পণ্যের অন্তর্ভুক্ত।

ইব্রাহীম খলিল আরও জানান, রাত সাড়ে ৯টার দিকে ফ্লাইটটি অবতরণ করে। ইমিগ্রেশন শেষ করে তারা গ্রিন চ্যানেল অতিক্রমের সময় সন্দেহ হলে তাদের ব্যাগ তল্লাশি করা হয় এবং এসব পণ্য জব্দ করা হয়।

কাস্টমস সূত্রে জানা গেছে, জব্দকৃত সিগারেট ও প্রসাধনী থেকে সরকার প্রায় ১৩ লাখ ৪ হাজার ১০০ টাকার রাজস্ব আদায় করেছে।

দুই যাত্রীর পাসপোর্ট নম্বর রেকর্ড করে তাদের সতর্ক করা হয়েছে যে, ভবিষ্যতে একই অপরাধে জড়িত হলে তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হবে। জরিমানা আদায়ের পর তাদের ছেড়ে দেওয়া হয়।