বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেন, সাংবাদিকদের ঐক্য জাতিকে সমৃদ্ধ করবে। যারা ফ্যাসিস্টদের আমলে নিরপেক্ষভাবে কাজ করছে তারা যেনো অবহেলার পাত্র না হয়। সবাই মিলেমিশে কাজ করলে নতুন বাংলাদেশ এগিয়ে যাবে।
গতকাল বুধবার চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচির সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান, জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য চট্টগ্রাম মহানগর এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক ডা. একেএম ফজলুল হক।
অন্তর্বর্তীকালীন কমিটির সদস্য গোলাম মাওলা মুরাদের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সাংবাদিক ওসমান গণি মনছুর, সাংবাদিক শামসুল হক হায়দারী, সাংবাদিক আবুল মনছুর, চাটগার চোখ সম্পাদক একেএম জহুরুল ইসলাম, কালের কন্ঠ চট্টগ্রাম ব্যুরো প্রধান মুস্তফা নঈম, সাংবাদিক জালাল উদ্দীন, সিএমইউজে সেক্রেটারি সালেহ নোমান, ৭১ টিভির ব্যুরো চীফ সাইফুল ইসলাম শিল্পী, দৈনিক সংগ্রামের ব্যুরো প্রধান নুরুল আলম মিন্টু, মোহাম্মদ আলী পাশা, মোজাহিদুল ইসলাম, সাইফুদ্দিন খালেদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক নেতা ফারুক আব্দুল্লাহ, দৈনিক আমার দেশ ব্যুরো প্রধান সোহাগ কুমার বিশ্বাস, জীবন মূছা, ভোরের ডাক ব্যুরো প্রধান কিরণ শর্মা, দ্বীপ্ত টিভির লতিফা আনসারী রুনা, এখন টিভির মাহফুজুর আলম, কালের কন্ঠের ফারুক মুনির, একুশে পত্রিকার শরীফ রোকন, ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন এর সাবেক সেক্রেটারি ফরিদ উদ্দিন, বিটিভির আবু সায়েম, সি প্লাস টিভির সরোজ আহমেদ, শাহাদাত হোসেন, ইভান মীর প্রমুখ।