দুই বছর বয়সে ভুল চিকিৎসার শিকার হয়ে মানসিক ভারসাম্য হারিয়ে সুস্থ জীবন থেকে বঞ্চিত রুম্মান (১১)। রুম্মানকে সুস্থ করতে চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে নিঃস্ব তার বাবা আহসান হাবিব। এ অবস্থায় তিনি বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।

আহসান হাবিব জানান, বর্তমানে আমার বয়স ৬০ বছর। এত বছরের জীবনে একমাত্র সন্তানের মুখে এখনো বাবা ডাক শোনার সৌভাগ্য হয়নি আমার। তিনি জানান, ২০১৭ সাল থেকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (সাবেক পিজি হাসপাতাল) শিশু নিউরোলজি বিভাগের চেয়ারম্যান ডা: মিজানুর রহমানের অধীনে চিকিৎসাধীন রুম্মান। চিকিৎসক তাকে বিদেশে নিয়ে চিকিৎসা করানোর পরামর্শ দিয়েছেন। উন্নত চিকিৎসা করালে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠার কথা জানিয়েছেন চিকিৎসক।

বিদেশে উন্নত চিকিৎসার জন্য প্রচুর অর্থের প্রয়োজন উল্লেখ করে দরিদ্র আহসান হাবিব বলেন, ছেলে সুস্থ হয়ে ওঠার আশায় সহায়-সম্বল ও ভিটেমাটি বিক্রি করে এত দিন চিকিৎসা চালিয়েছি। এখন নিজের থাকার জায়গা না থাকায় অন্যের দেয়া জমিতে আশ্রয় নিয়ে থাকতে হচ্ছে। ছেলের চিকিৎসা চালিয়ে যাওয়ার মতো এ মুহূর্তে আর কিছুই অবশিষ্ট নেই। রুম্মান সাঈদকে সাহায্য পাঠানোর ঠিকানা : পিতা আহসান হাবিব, অগ্রণী ব্যাংক, হিসাব নং-০২০০০১২৪৯১৫০১, শাখা-দিনাজপুর ফুলবাড়ী। অথবা ০১৪০০০২৯১৩১ বিকাশ নম্বরেও আর্থিক সাহায্য পাঠানো যাবে।