সিরাজদিখান (মুন্সীগঞ্জ) : গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সিরাজদিখানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সিরাজদিখান উপজেলায় কর্মরত সাংবাদিকদের উদ্যোগে সিরাজদিখান উপজেলা প্রেসক্লাব সংলগ্ন সড়কের এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
পতœীতলা (নওগাঁ) : উপজেলার নজিপুর বাসস্ট্যান্ডে পতœীতলা উপজেলার সকল সাংবাদিকদের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন পতœীতলা উপজেলার সাংবাদিক মাহমুদুন্নবী, রবিউল ইসলাম, আমানুল্লাহ মোকসেদুল ইসলাম, আলমগীর হোসেন, কাওসার হোসেন, আব্দুল্লাহেল কাফি, নওগাঁর সাংবাদিক আলমগীর হোসেন, ওমর ফারুক, মোঃ শহিদুল ইসলামসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
মাধবদী (নরসিংদী) : মাধবদী প্রেসক্লাবের সামনে আয়োজিত এ মানববন্ধনে প্রেসক্লাবের সাংবাদিক ও স্থানীয় প্রিন্ট, ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন মাধবদী প্রেসক্লাবের আহ্বায়ক অধ্যাপক শেখ সাদী, আহ্বায়ক কমিটির সদস্য মো. ওবায়দুর রহমান, মতিউর রহমান, সাপ্তাহিক সমাচার পত্রিকার সম্পাদক একে ফজলুল হক, মাধবদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ মকবুল হোসেন, সাবেক সেক্রেটারি মো. সেলিম মিয়া, সাবেক সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, সদস্য মোঃ আল আমিন, কাজি জয়নাল, ফজলুল হক মিলন, রেজাউল করিম, মো. মুছা মিয়া, জাকারিয়া, হুমায়ুন কবির ভুইয়া প্রমুখ।
পাটকেলঘাটা (সাতক্ষীরা) : পাটকেলঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ইয়াছিন আলী সরদারের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন,পাটকেলঘাটা প্রেসক্রাবের সভাপতি আব্দুল মমিন ।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, দৈনিক সংগ্রামের পাটকেলঘাটা সংবাদাতা, সিনিয়র সহ-সভাপতি নাজমুল হক খান, দৈনিক জন্মভূমির সহ-সভাপতি প্রভাষক নাজমুল হক, প্রতিদিনের কাগজের জেলা সংবাদদাতা মোঃ ইদ্রিস আলী, মোহনা টেলিভিশনের আব্দুল মতিন, একুশের সংবাদ সানজিদুল হক ইমন, প্রেসক্লাবের অর্থ সম্পাদক খান আতাউর রহমান, মোঃ আলমগীর হোসেন, মোঃ আক্তারুজ্জামান, নাজমুল হক মিঠু, আব্দুল্লাহ আল মামুন, এম এম জামান মনি, সাংবাদিকদের সাথে একত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী, শাহ আলম, সহ প্রেসক্লাবের কর্মরত সকল সাংবাদিকবৃন্দ। বক্তরা অবিলম্বে তুহিন হত্যার দ্রুত বিচার ও শাস্তির দাবি জানান।
কয়রা উপজেলা, খুলনা : কয়রা উপজেলা প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলীর পরিচালনায় মানববন্ধনে ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সাংবাদিক শেখ মনিরুজ্জামান মনু, মাষ্টার আঃ রউফ, শেখ জাহাঙ্গীর কবির টুলু, মোঃ গোলাম রব্বানী, মোঃ ফরহাদ হোসেন, আবু ওবায়দা, মল্লিক আঃ রউফ, মোঃ জাহিদুর ইসলাম, ফারুক আজম প্রমুখ।
হোসেনপুর (কিশোরগঞ্জ) : উপজেলা পরিষদের সামনে ওই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। ঘণ্টা ব্যাপী চলমান ওই মানববন্ধনে সাংবাদিক তুহিন হত্যার বিচার চাই, মুক্ত গণমাধ্যম চর্চার সুযোগ চাই ইত্যাদি স্লোগান ও লেখা সম্বলিত ব্যানার হাতে নিয়ে দাঁড়ায়ে প্রতিবাদ জানান উপস্থিত সাংবাদিকরা। এ সময় মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র মোহাম্মদ মাহবুবুর রহমান, সিনিয়র সাংবাদিক মোঃ জাহাঙ্গীর আলম,মুহাম্মদ আলী, দৈনিক সংবাদের সিনিয়র সাংবাদিক হাসিম রেজা, সিনিয়র সাংবাদিক মোঃ মানসুরুল হক রবিন, দৈনিক সংগ্রামের মোঃ শামসুল হক, দৈনিক জনতার সিনিয়র সাংবাদিক শাহীন আহমেদ, দৈনিক ভোরের কাগজের জাকির হোসেন, পৌর বিএনপিরসহ সভাপতি সারোয়ার আলম নয়ন, পৌর সহ-সভাপতি মোঃ মোস্তাক আহেম্মদ ডালিম, উপজেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক পায়েল মৃর্ধা, বিএনপি নেতা মোঃ সাইফুল ইসলাম প্রমুখ।
নারায়ণগঞ্জ : নগরীর চাষাঢ়ায় নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়ন (এনইউজে) এর সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহসান সাদিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম, হাবিবুর রহমান বাদল, সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন, নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি নাফিজ আশরাফ, সাবেক সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজ।
ঝালকাঠি : ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকসহ সুশীল সমাজ ও রাজনৈতিক নেতারা অংশ নেন। এতে সাংবাদিকদের একাধিক সংগঠনের সদস্যরা অংশ নেয়।
ঘন্টাব্যাপী চলা বিক্ষোভ সমাবেশে জাতীয় সাংবাদিক সংস্থা ঝালকাঠি শাখার প্রধান উপদেষ্টা দৈনিক দুরযাত্রা পত্রিকার সম্পাদক জিয়াউল হাসান পলাশ, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি দুলাল সাহা, সমাজসেবক ও শিক্ষানুরাগী আনোয়ার হোসেন আনু, কবিতা চক্রের জেলা সভাপতি আল আমিন বাকলাই, জাতীয় সাংবাদিক সংস্থার জেলা সভাপতি এমদাদুল হক স্বপন, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু, এনসিপি জেলা সভাপতি মাইলুল ইসলাম মান্না, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সাধারণ সম্পাদক সমিরন হালদার, জাতীয়তাবাদী মহিলা দলের জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক লাভলী আক্তারসহ বিভিন্ন পেশার অনেকে বক্তৃতা দিয়েছেন।
আনোয়ারা (চট্টগ্রাম) : কর্ণফুলী টানেল মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন প্রবীন সাংবাদিক ও সংগঠক দৈনিক দেশের কথা প্রতিনিধি আব্দুল নুর চৌধুরী, দৈনিক ঈশানের সাবেক আনোয়ারা প্রতিনিধি এম নজরুল ইসলাম, দৈনিক নয়াদিগন্ত ও দৈনিক নিউ নেশন প্রতিনিধি মোজাম্মেল হক, দৈনিক আমার দেশ ও দৈনিক পূর্বদেশ প্রতিনিধি খালেদ মনছুর, দৈনিক আমাদের চট্টগ্রাম প্রতিনিধি এস এম সালাউদ্দিন, দৈনিক যুগান্তর প্রতিনিধি মো. বদরুল হক, দৈনিক সকালের সময় ও বাংলাধারার মহিউদ্দিন মনজুর, দৈনিক আলোকিত প্রতিদিনের মোহাম্মদ এনামুল হক, এটিএন নিউজের সিনিয়র স্টাফ রিপোর্টার এমডিএইচ রাজু, দৈনিক ভোরের ডাকের ইমরান বিন ইসলাম, দৈনিক ঢাকা প্রতিদিন ও এম টিভির মো. আরাফাত, প্রবাসী নিউজের মো.সাইফুল ইসলাম, দৈনিক সময়ের কাগজের মো. ফখরউদ্দিন, দৈনিক সমাবেশের মো. ফোরকান উদ্দিন, দৈনিক সকালের শিরোনামের মো. জাহাঙ্গীর প্রমুখ।
ঝিনাইদহ : ঝিনাইদহ মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আয়োজনে শহরের মোল্লা ভবনস্থ কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পোস্ট অফিস মোড়ে অবস্থান নেয়।
সংগঠনের আহ্বায়ক এম আর রাসেলের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য দেন সদস্য সচিব শেখ ইমন, সম্রাট হোসেন, সুজন বিপ্লব, এম বুরহান উদ্দীন, এস এ এনাম, খায়রুল ইসলাম, আবু বকর সিদ্দিক স্বপনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) : উপজেলা সদরে টঙ্গীবাড়ী প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু বাক্কার মাঝি।
মানববন্ধনে টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সহ-সভাপতি সামসুদ্দিন তুহিন, মাসুম হাসান আফিফ, সহ-সাধারণ সম্পাদক শেখ মোঃ সোহাগ, সাংবাদিক মোঃ নাজমুল ইসলাম পিন্টু, অনিক শেখসহ প্রেসক্লাবের সদস্য ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা : মুরাদনগর উপজেলা পরিষদের সামনে সড়কে স্থানীয় কর্মরত সাংবাদিকদের আয়োজনে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়। অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন ‘প্রতিদিনের কাগজ’-এর মুরাদনগর উপজেলা প্রতিনিধি এম কে আই জাবেদ।
প্রতিবাদ সভায় বক্তব্য দেন সাংবাদিক হাবিবুর রহমান, আজিজুল রহমান রনি, রায়হান চৌধুরী, মনির হোসাইন, হাফেজ নজরুল ও খোরশেদ আলম।
কাপাসিয়া (গাজীপুর) : কাপাসিয়া মুক্তিযোদ্ধা সংসদের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
কাপাসিয়া প্রেসক্লাব, কাপাসিয়া রিপোর্টার্স ইউনিটি ও কাপাসিয়া সাংবাদিক ফোরামের যৌথ উদ্যোগে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ শামসুল হুদা লিটনের পরিচালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সাপ্তাহিক শীতলক্ষ্যার সম্পাদক ও প্রকাশক শেখ তমিজ উদ্দিন আহমেদ খোকা, কাপাসিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সঞ্জীব কুমার দাস, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য সাইফুল ইসলাম শাহীন, প্রেসক্লাবের সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী কামাল, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন শামীম, সাংবাদিক মেজবাহ উদ্দিন, আবু সাঈদ, শেখ সফিউদ্দিন জিন্নাহ, আকরাম হোসেন রিপন, জাহাঙ্গীর আলম, এস এম লবিব, হাজী সাইফুল ইসলাম প্রমুখ।
বগুড়া অফিস: প্রেসক্লাব থেকে বিক্ষোভ মিছিল এসে শহরের জিরোপয়েন্ট সাতমাথায় মানববন্ধনে মিলিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সভাপতি গনেশ দাস। সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদের সঞ্চালনায় মানবন্ধনে বক্তারা সাংবাদিক তুহিনের হত্যাকারীদের দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্বল্পতম সময়ে বিচারের দাবী জানান। সেই সাথে আদালতে পুলিশ হেফাজতে আসামীদের ধুমপান এবং ধৃষ্টতাপূর্ন আচরনে পুলিশ প্রশাসনের সংশ্লিষ্টদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন সাংবাদিক নেতারা। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) নির্বাহী সদস্য মির্জা সেলিম রেজা, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদ, দৈনিক সাতমাথা’র সম্পাদক ও জামায়াতে ইসলামীর কেন্দ্রিয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, সিনিয়র সাংবাদিক মতিউল ইসলাম সাদী, ইনকিলাবের উত্তরাঞ্চল প্রধান মহসিন আলী রাজু, বগুড়া প্রেসক্লাবের সাবেক সদস্য সচিব সবুর শাহ লোটাস, বিএনপি নেতা মাহবুবুর রহমান হারেজ, নয়াদিগন্তের বগুড়া অফিস প্রধান আবুল কালাম আজাদ, সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সাবেক সাধারণ সম্পাদক মমিনুর রশিদ সাইন, সাবেক সাধারণ সম্পাদক এফ শাহজাহান, বগুড়া প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি রাহাত রিটু, নির্বাহী সদস্য সাহেদুজ্জামান সিরাজ বিজয়, জাতীয় সাংবাদিক সংস্থার যুগ্ম-সাধারণ সম্পাদক আবু মুসা, সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ, বগুড়া ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুর রহিম, সাপ্তাহিক দিনক্ষনের সম্পাদক প্রবাল খন্দকার, যুগ্ম-সাধারণ সম্পাদক কোষাধ্যক্ষ ফেরদৌসুর রহমান, দৈনিক প্রত্যাশা প্রতিদিনের ব্যবস্থাপনা সম্পাদক ইকবাল হোসেন, সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র প্রতিক ওমর প্রমূখ। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বগুড়া প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক ওয়াসিকুর রহমান বেচান, সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক শামীম আহম্মেদ, বগুড়া স্পোর্টস রিপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি মোস্তফা মোঘল, সাধারণ সম্পাদক এইচ আলিম, বগুড়া টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মেহেরুল সুজন, বগুড়া প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, পাঠাগার সম্পাদক জেড এ মিলন, নির্বাহী সদস্য গোলজার হোসেন মিঠু, বগুড়া টেলিভিশন ক্যামেরাপার্সন এসোসিয়েশনের সভাপতি হাকিম রুমন, বগুড়া মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাজেদুর রহমান প্রমুখ।
মদন (নেত্রকোনা) : মদন প্রেসক্লাবের সামনে প্রেসক্লাবের আয়োজনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে প্রেসক্লাবের সদস্য মোশাররফ হোসেন বাবুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মদন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন তালুকদার উজ্জ্বল, সমকাল প্রতিনিধি মোতাহার আলম চৌধুরী, যায়যায়দিন প্রতিনিধি আল আমিন তালুকদার, যুগান্তর প্রতিনিধি তোফাজ্জল হোসেন, আমার দেশ প্রতিনিধি নিজাম তালুকদার, কালের কন্ঠের আঞ্চলিক প্রতিনিধি ফয়েজ আহম্মদ হৃদয়।
মৌলভীবাজার : মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী মানববন্ধনে বিভিন্ন গণমাধ্যমের কর্মরত সাংবাদিকরা অংশ নেয়। দৈনিক কালের কন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি সাইফুল ইসলামের সঞ্চালনায় ও মৌলভীবাজার প্রেসক্লাবের আহবায়ক বকশি ইকবাল আহমদের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ বক্তব্য রাখেন দৈনিক সংগ্রাম পত্রিকার জেলা প্রতিনিধি আজাদুর রহমান আজাদ, দৈনিক স্বাধীনতার চেতনা পত্রিকার সম্পাদক ও দীপ্ত টিভির প্রতিনিধি বকসী মিছবাহ্ উর রহমান, দৈনিক ইনকিলাব এর জেলা সংবাদদাতা ও এনটিভির স্টাফ রিপোর্টার এস এম উমেদ আলী, দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার মু. ইমাদ উদ-দীন, দৈনিক রূপালি বাংলাদেশের সিনিয়র রিপোর্টার এম শাহাজাহান আহমদ, দৈনিক দিনকালের সৈয়দ মমশাদ আহমদ, যায়যায়দিন পত্রিকার আব্দুল ওয়াদুদ, এশিয়ান টেলিভিশনের মাহবুবুর রহমান রাহেল, দৈনিক আমার কাগজ প্রতিনিধি মোক্তাদির হোসেন প্রমুখ।
সখিপুর (টাঙ্গাইল) : সখিপুর প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত হত্যাকারীদের গ্রেফতার না করলে কঠোর আন্দোলনের হুমকি দেন।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সখিপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল গফুর, সাধারণ সম্পাদক সাজ্জাত লতিফ, মতিউর রহমান, সাইফুল ইসলাম সানি, মোজাম্মেল হক সজল, মাসুদ রানাসহ অনেকেই বক্তব্য রাখেন।