গুইমারা (খাগড়াছড়ি) সংবাদদাতারা : খাগড়াছড়ির গুইমারা রিজিয়ন চেকপোষ্ট এলাকা থেকে সেনাবাহিনীর অভিযানে ৬শত আশি ঘনফুট চোরাই কাঠ জব্দ করেছে।
১১ ডিসেম্বর বৃহস্পতিবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়,বনবিভাগের যোগসাজশে সরকারি বনের কাঠ কেটে কাঠ ব্যাবসায়ী সিন্ডকেট অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে বিপুল পরিমাণের কাঠ পাচারের সময় গুইমারা রিজিয়নের সেনা অফিসার মেজর মিয়ান সাইফুল ইমসলামের নেতৃত্বে সেনাবাহিনী সেগুন, গর্জন, চাপালিশসহ বিভিন্ন জাতের কাঠ জব্দ করা হয়। আটককৃত কাঠের বাজারমূল্য প্রায় ১৫লাখ টাকা।
খাগড়াছড়ি বনবিভাগের জালিয়া পাড়া রেঞ্জের বন কর্মকর্তা সিরাজুল ইসলাম বিষয়টি সত্যতা নিশ্চিত করে জানান, জব্দ কাঠের বিষয়ে বন আইনে মামলার প্রস্তুতি চলছে।