উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দিয়াবাড়ি ক্যাম্পাসে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীসহ বেশ কয়েকজনের মর্মান্তিক প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে দেশের সর্বস্তরের মানুষ। এই ঘটনার পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার মঙ্গলবার (২২ জুলাই) জাতীয় শোক দিবস ঘোষণা করেছে।

জাতীয় শোক দিবস উপলক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য আজকের সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর এক বিজ্ঞপ্তিতে জানায়, শুধুমাত্র আজকের পরীক্ষা স্থগিত হয়েছে। স্থগিত পরীক্ষাগুলোর নতুন সময়সূচি পরবর্তীতে সংশ্লিষ্টদের জানিয়ে দেওয়া হবে।

উল্লেখ্য, পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অন্যান্য দিনের পরীক্ষাগুলো পূর্বনির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে।