হাজার হাজার মানুষের অশ্রুভেজা ভালবাসা ও দু’আ নিয়ে বিদায় নিলেন হাজারো আলেমের উস্তাদ, বাহেরচর ইসলামিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, বাংলাদেশ মাদরাসা শিক্ষক পরিষদের বরিশাল জেলার সাবেক সহ-সভাপতি, গবিন্দপুর ইউনিয়ন পরিষদের পাঁচ বার নির্বাচিত সাবেক সফল চেয়ারম্যান, হিজলা উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান, হিজলা উপজেলা পরিষদ জামে মসজিদের সাবেক খতিব, জাতীয় ইমাম সমিতি বরিশাল জেলার সাবেক সহ-সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামী হিজলা উপজেলার সাবেক আমীর জননেতা অধ্যক্ষ মাওলানা আবুল হাশেম মোঃ বশিরুল্লাহ (রাহিমাহুল্লাহ)। গত সোমবার বিকাল ৫:৩০টায় হিজলা উপজেলা পরিষদ কমপ্লেক্স মাঠে মরহুমের জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। জানাযায় ইমামতি করেন মরহুমের সেজো ছেলে এ্যাডভোকেট হাফেজ মো: ইউনুছ।
জানাযায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি এ্যাডভোকেট মোয়াজ্জেম হোসাইন হেলাল, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও বরিশাল জেলা আমির অধ্যাপক আব্দুল জব্বার, মহানগর নায়েবে আমির অধ্যাপক মাহমুদ হোসেন দুলাল, জেলা নায়েবে আমির ড. এস.এম মাহফুজুর রহমান, ও জেলা সেক্রেটারি মাওলানা মাহমুদুন নবী তালুকদার, জেলা কর্মপরিষদ সদস্য এ্যাড. জহির উদ্দিন ইয়ামিন, হিজলা উপজেলা আমীর অধ্যাপক নুরুল আমিন, নায়েবে আমীর মাওলানা হারুন-রশিদ, সেক্রেটারি সৈয়দ গুলজার আলম, মেন্দিগঞ্জ উপজেলা আমীর মোঃ শহিদুল ইসলাম, নায়েবে আমীর মাওলানা মহিউদ্দিন, সেক্রেটারি মাওলানা সাইফুল্লাহ, কাজীরহাট থানা আমীর মাওলানা আবুল হোসেন ও সেক্রেটারী কাজী লুৎফর রহমান ,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র হিজলা উপজেলা আহ্বায়ক আব্দুল গফফার তালুকদার ও সদস্য সচিব অ্যাডভোকেট দেওয়ান মো: মনির হোসেন, এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ, এনসিপি, খেলাফত মজলিসের বিভিন্ন স্তরের নেতৃবন্দ ও অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
জানাজার পূর্ব আলোচনায় বক্তারা বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী হিজলা উপজেলার সাবেক আমীর, আলহাজ্ব মাওলানা আবুল হাসেম মুহাম্মদ বশিরুল্লাহের ইন্তেকালে আমরা গভীর শোক প্রকাশ করছি। তিনি অত্যন্ত সুনামের সাথে প্রতিটি দায়িত্ব পালন করেছেন। তিনি তাঁর দীর্ঘ কর্মজীবনে পেশাদারিত্ব, স্বচ্ছতা এবং দায়িত্ববোধের যে উদাহরণ স্থাপন করেছেন তা একবারেই বিরল। আমাদের জানা মতে সত্যিকারের মজলুমদের পাশে দাঁড়াতে তিনি কখনো কারো সন্তুষ্টি-অসন্তুষ্টির পরওয়া করতেন না। মজলুমদের পক্ষ থেকে আমরা তাঁকে গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি। তাঁর ইন্তিকালে হিজলা- মেহেন্দিগঞ্জ অঞ্চলের জনগণ একজন বর্ষীয়ান আলেমেদ্বীন ও অভিভাবককে হারালো। তাঁর ইন্তিকালে আমরা আমাদের অতি আপনজনকে হারানোর বেদনা অনুভব করছি। আল্লাহ তাআলা তাঁর এ শূন্যতা পূরণ করে দিন। তাঁর রূহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহ রাব্বুল আলামীনের নিকট দোয়া করেন যে, তিনি তাঁর জীবনের গুনাহসমূহ মাফ করে দিন, তাঁর নেক আমলসমূহ কবুল করুন এবং তাঁকে জান্নাতের মেহমান হিসেবে গ্রহণ করে উচ্চ মর্যাদা দান করুন। বক্তারা শোক-সন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।
জানাযা শেষে মরহুমকে হিজলা উপজেলা সদরের বাহেরচর গ্রামে নিজ বাড়ীতে তার হাতে গড়া মসজিদের পার্শ্বে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।