বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা: “ন্যায়বিচার দিতে পারে একমাত্র ইসলাম। ইসলাম ব্যতীত কোনো আইনেই প্রকৃত ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়” এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কার্যকরী সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।
শনিবার (১ নবেম্বর) বিকেল ৪টায় বাউফল পৌরসভার মুসলিমপাড়া বালু মাঠে রেসিডেন্সিয়াল মডেল মাদরাসার হিফজ বিভাগ আয়োজিত হাফেজ ছাত্রদের ছবক প্রদান ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ড. মাসুদ বলেন, “৫ আগস্টের গণঅভ্যুত্থানের সময় ছাত্ররা ন্যায়বিচারের দাবিতে রাস্তায় নেমেছিল। কিন্তু ন্যায়বিচার শুধুমাত্র ইসলামী নীতিমালার মাধ্যমেই সম্ভব। ইসলাম ব্যতীত কোনো ব্যবস্থায় ন্যায় প্রতিষ্ঠা কল্পনাও করা যায় না।”
তিনি আরও বলেন, “ব্যক্তি পরিবর্তন ছাড়া পরিবার পরিবর্তন হয় না, পরিবার পরিবর্তন ছাড়া সমাজ পরিবর্তন সম্ভব নয়, আর সমাজ পরিবর্তন ছাড়া রাষ্ট্র পরিবর্তন অসম্ভব। তাই জাতিকে পরিবর্তন করতে হলে আগে নিজেকে পরিবর্তন করতে হবে।”
ড. মাসুদ পরিবারের প্রতিটি সদস্যকে ইসলামী চেতনায় গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, “পরকালের মুক্তির জন্য প্রত্যেক পরিবারের অন্তত একজনকে হাফেজে কুরআন বানাতে হবে। প্রচলিত শিক্ষা ব্যবস্থা সন্তানদের বাবা-মাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর শিক্ষা দেয়, কিন্তু হাফেজ ও আলেম সন্তানই বাবা-মায়ের মুক্তির ওসিলা হয়ে দাঁড়ায়।”
সভায় সভাপতিত্ব করেন সাবেক ডিআইজি ও বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন। প্রধান আলোচক ছিলেন মসজিদুল জুমা কমপ্লেক্সের খতিব আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ।
হাফেজ ছাত্রদের ছবক প্রদান করেন বিশ্বজয়ী হাফেজ হযরত মাওলানা জাকারিয়া।
বিশেষ অতিথি ছিলেন- জামায়াতে ইসলামী বাউফল উপজেলা আমীর মাওলানা মো. ইসহাক মিয়া, বাউফল সালেহিয়া ফাজিল মাদরাসার সাবেক অধ্যক্ষ আলহাজ মাওলানা আব্দুল গনি, রেসিডেন্সিয়াল মডেল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শহিদুল ইসলাম, ধানদী কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. হাবিবুল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী অ্যাডভোকেট মো. আবুল কাশেম, আতিকুল ইসলাম নজরুল ও অধ্যাপক খালিদুর রহমান।
অনুষ্ঠানে বাউফলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।