রাজবাড়ী সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজবাড়ী পৌরসভা শাখার উলামা বিভাগের উদ্যোগে সম্প্রতি শহরের আজাদী ময়দানস্থ অফিসে এক উলামা সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পৌর উলামা বিভাগের সভাপতি মাওলানা লিয়াকত হোসাইন, অনুষ্ঠান সঞ্চালনা করেন উলামা বিভাগের সেক্রেটারি মাওলানা মোখলেসুর রহমান এবং হাফেজ মাওলানা মোঃ শাহিনুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা ও ফরিদপুর অঞ্চল টীম সদস্য মোঃ শামসুল ইসলাম আল বরাটি। বিশেষ অতিথি হিসাবে ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, জেলা আমীর এবং রাজবাড়ী-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এ্যাডঃ মোঃ নুরুল ইসলাম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা আমীর সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা সাইয়েদ আহাম্মদ খান, বালিয়াকান্দি উপজেলা আমীর রাজবাড়ী জেলা উলামা বিভাগের সভাপতি মাওলানা আঃ হাই জোয়ার্দার, পৌরসভা আমীর ডাঃ মোঃ হাফিজুর রহমান, ভান্ডারিয়া দরবার শরীফের পীর সাহেব এবং ভান্ডারিয়া সিদ্দিকিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবুল এরশাদ মোঃ সিরাজুম মনির, ভান্ডারিয়া দরবার শরীফের ছোট হুজুর, ভান্ডারিয়া সিদ্দিকিয়া কামিল মাদরাসার সহকারী অধ্যাপক আলহাজ্ব মাওলানা মোস্তফা সিরাজুল কবির, জেলা মডেল মসজিদের খতিব মাওলানা আবু সাঈদ তাইয়্যিবি, পাংশা পৌরসভা সেক্রেটারি খোন্দকার আব্দুল হালিম প্রমুখ।