ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর মৃত্যুর প্রতিবাদে নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে ছাত্র-জনতা। শুক্রবার দুপুরে জুমার নামাযের পর শহরের বিভিন্নস্থান থেকে মিছিল নিয়ে জেলখানা মোড়ে অবস্থান নিয়ে মহাসড়ক অবরোধ করা হয়। পরে তারা ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে ব্লকেড কর্মসূচি পালন করে। তারা মহাসড়কে ইট, কাঠ ফেলে এবং সড়কে ট্রায়ারে আগুন ধরিয়ে দেয়। এতে সড়কের দুই পাশে যানচলাচল বন্ধ হয়ে যায়। ফলে উভয় পাশে তীব্র যানযটের সৃষ্টি হয়। বেলা আড়াইটা থেকে বন্ধ হয়ে যায় ঢাকা-সিলেট মহাসড়ক। তবে সন্ধ্যা সাড়ে পাঁচটার পর থেকে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নিয়ে যান চলাচল পূনরায় শুরু হয়।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জামায়াত-শিবির, এনসিপিসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অবরোধে অংশগ্রহণ করে। এ অবরোধের ফলে মাধবদী, শেখেরচর, পাঁচদোনা মোড়, সাহেপ্রতাব, ভেলানগর ইটাখোলাসহ ঢাকা-সিলেট সড়কের নরসিংদী অংশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

এসময় বিক্ষোভকারীরা আওয়ামী লীগ বিরোধী স্লোগান দেন। আন্দোলনকারীদের হ্যান্ড মাইকে ‘আওয়ামী লীগের আস্তানা, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘শহীদ হাদীর রক্তে কেনা দেশটা কারো বাপের না’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জবাই কর’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

আন্দোলনকালে “সর্বদলীয় ছাত্র ঐক্য, নরসিংদী জেলা” ব্যানারে এগারো দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারি দেন। এর আগে বৃহস্পতিবার রাতে হাদীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাত ১২টার পর নরসিংদী শহরের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল বের করে ছাত্র-জনতা।

এক পর্যায়ে নরসিংদী বাজারের সুতাপট্টি মোড়ে নরসিংদী জেলা আওয়ামী লীগের আজীবন সভাপতি প্রয়াত মোসলেহ উদ্দিন ভূইয়ার ম্যুড়াল ভাংচুর করে বিক্ষোভকারীরা। এছাড়া রাতেই শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ট্রায়ার জ¦ালিয়ে জ¦ালিয়ে প্রতিবাদ মিছিল করে।