চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা : ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেস ইসকন নিষিদ্ধের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাধারণ শিক্ষার্থীর ব্যানারে রোববার দুপুরে জেলা শহরের বিশ^রোড মোড় থেকে মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আব্দুল মান্নান সেন্টু মার্কেটের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। মিছিল চলাকালে "আমার সোনার বাংলায় ইসকনের ঠাঁই নাই, স্বৈরাচারের সঙ্গী ইসকন তুই জঙ্গি, ব্যান্ড ব্যান্ড ব্যান্ড হবে ইসকন ব্যান্ড হবে" সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়। সংক্ষিপ্ত সামবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মোঃ সাদ মুজাহিদ, শিক্ষার্থী আব্দুল্লাহ ওয়াসিম। সমাবেশে বক্তারা ইসকনকে একটি “উগ্র হিন্দুত্ববাদী ও সন্ত্রাসী সংগঠন” আখ্যা দিয়ে সংগঠনটি দ্রুত নিষিদ্ধ করার দাবি জানান। বক্তারা আরও বলেন, ইসকন দীর্ঘদিন ধরে ইসলাম অবমাননাসহ মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। তারা দেশে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করে শান্তি-শৃঙ্খলা নষ্ট করছে। দেশের অভ্যন্তরে উগ্র হিন্দুত্ববাদ প্রতিষ্ঠিত করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা আরও বলেন, স্বৈরাচারের আমলে পুলিশ প্রশাসন তাদেরকে সহযোগিতা করেছে। ইসকন বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। এদের সব অপকর্মের শাস্তিসহ অবিলম্বে ইসকন নামক সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধের দাবি জানান বক্তাগণ। এ সময় সাধারণ শিক্ষার্থী আব্দুর রহমান আসিফি, হাসান উদ্দিন, মাহিন, মাহিদ খান, রিদোয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।
গ্রাম-গঞ্জ-শহর
চাঁপাইনবাবগঞ্জে ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ-সমাবেশ
ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেস ইসকন নিষিদ্ধের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ মিছিল-সমাবেশ
Printed Edition