পাবনা সংবাদতদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনা পৌর শাখার উদ্যোগে দলের অগ্রসর কর্মীদের নৈতিক মান বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণমূলক কর্মসূচি শিক্ষা বৈঠক গত শুক্রবার সকালে আলহাজ্ব আছির উদ্দিন সরদার অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। কর্মীদের শিক্ষামূলক এ বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনা জেলা জামায়াতের নায়েবে আমির ও পাবনা-৫ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী প্রিন্সিপাল ইকবাল হোসাইন। পৌর জামায়াতের আমির মাওলানা আব্দুল লতিফের সভাপতিত্বে সেক্রেটারি অধ্যাপক জাকির হোসেনের সঞ্চালনায় এ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনা জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা আবদুল গাফফার খান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর নায়েবে আমির ইঞ্জিনিয়ার আব্দুল কাদের, সহকারি সেক্রেটারি এস এম ইদ্রিস আলী , সহকারী সেক্রেটারি একরামুল হক, তারবিয়াত বিভাগের সেক্রেটারি ডঃ ইদ্রিস আলম , বাইতুলমাল সেক্রেটারি মাওলানা শিহাবুল আলম, প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি ইঞ্জিনিয়ার ফরিদুল হাসান অফিস সম্পাদক মাওলানা আব্দুল আলীম জামায়াত নেতা মাওলানা ফুরকান উল হামিদ, অধ্যাপক আব্দুল্লাহ, অধ্যাপক রফিকুল ইসলাম মাহবুবুর রহমান প্রমুখ।
বক্তারা কর্মীদের নৈতিক মান উন্নতকরণের লক্ষ্যে কুরআন হাদিসের আলোকে দৈনন্দিন জীবন পরিচালনা করার আহ্বান জানান। সততা, দক্ষতা ও যোগ্যতার মাধ্যমে নিজের উপর অর্পিত নিজ নিজ দায়িত্ব পালনে সচেতন থাকার অতি গুরুত্বারোপ করেন এবং আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করে দেশপ্রেমিক ইসলামী নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থীদের বিজয় করার আহ্বান জানান।