শার্শা (যশোর) সংবাদদাতা : যশোরের শার্শা উপজেলার উলাশী জামায়াতের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে শার্শার উলাশী গিলাপোল মোড়ে অনুষ্ঠিত এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতের কেন্দ্রীয় কমিটির কর্মপরিষদ সদস্য মাও. আজিজুর রহমান।

উলাশী ইউনিয়ন জামায়াতের আমীর মাওঃ শের শাহ’র সভাপতিত্বে এক আলোচনা সভায় বক্তব্য দেন শার্শা উপজেলা জামায়াতের সেক্রটারি মোঃ জাহাঙ্গীর আলম, প্রভাষক মাও. হাবিবুর রহমান, মাও. আবুল খায়ের, মো. দ্বীন মোহাম্মদ, মো. শাহাব উদ্দিন, ডা. দ্বীন ইসলাম, আলমগীর কবির, মো. ওয়ালিদুজ্জামান, হাফেজ মাও. তাজুল ইসলাম, মো. জোহর আলী প্রমুখ।

সাদুল্লাপুর

বাংলাদেশ জামায়াতে জামায়াতে ইসলামী সাদুল্লাপুর উপজেলা শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান হয়েছে। বুধবার (২ এপ্রিল) সকালে সাদুল্লাপুর উপজেলার জামায়াতে ইসলামীর অস্থায়ী কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা জামায়াতের আমীর মো. এরশাদুল হক ইমনের সভাপতিত্বে দারসুল কুরআন পেশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার সেক্রেটারি মাওলানা জহুরুল হক সরকার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার রাজনৈতিক সেক্রেটারি গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-লাশবাড়ী) আসনের মনোনীত সম্ভাব্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা মো. নজরুল ইসলাম লেবু। উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো. সিরাজুল ইসলামের সঞ্চালনায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাদুল্লাপুর উপজেলার সাবেক উপজেলা আমীর মাওলানা আব্দুর রউফ, বাংলাদেশ জামায়াতে ইসলামী পলাশবাড়ী উপজেলা আমীর মাওলানা আবু বক্কর সিদ্দিক, ওলামা মাশায়েখ সভাপতি মাওলানা আব্দুল হামিদ, সাদুল্লাপুর উপজেলা প্রকাশনা সম্পাদক শাহ আলম, সাবেক উপজেলা শিবির সভাপতি রেজাউল করিম।

এ ছাড়াও বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাইবান্ধা জেলা সভাপতি রুম্মান ফেরদৌস, সাবেক জেলা সভাপতি আবু সাইদ খুদরী লিখন, সাবেক জেলা সভাপতি ওমর সানী, রংপুর কারমাইকেল কলেজের সভাপতি মেহেদী হাসান।সাদুল্লাপুর উপজেলার উত্তর শাখার সভাপতি মেহেদী হাসান, প্রমুখ।

বক্তব্য রাখেন, সাদুল্লাপুর উপজেলার অন্তর্ভুক্ত বাইরে অবস্থিত সাবেক ও বর্তমান রুকন (সদস্য) শিবিরের সদস্য, সাথী, দায়িত্বশীলের পক্ষে ইঞ্জিনিয়ার এরশাদুল হক। এ আগে উপস্থিত ডেলিগেটদের পরিচিত পর্ব অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তারা স্বাধীনভাবে ঈদ উদযাপন করতে পারায় আল্লাহর শুকরিয়া আদায় করেন এবং ছাত্র-জনতার আন্দোলনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। নতুন স্বাধীনতা সংগ্রামে আহতদের সুস্থতা ও নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

গোপালপুর (টাঙ্গাইল)

টাঙ্গাইলের গোপালপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী গোপালপুর উপজেলা শাখা কার্যালয় উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

জামায়াতে ইসলামী গোপালপুর উপজেলা শাখার আমীর মো. হাবিবুর রহমান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন (গোপালপুর-ভূঞাপুর) আসনের জামায়াত মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হুমায়ুন কবির। বিশেষ অতিথি টাঙ্গাইল জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য অধ্যাপক আতাউর রহমান।

অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন উপজেলা জামায়াত সেক্রেটারি মোঃ ইদ্রিস হোসেন। এসময়, উপজেলার জামায়াতে ইসলামী এবং ছাত্রশিবিরের নেতৃবৃন্দ, কর্মী ও সহযোগী সদস্যগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের আগে একটি মিছিল নিয়ে তারা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা ব্রীজ সংলগ্ন নগদা শিমলা রোডে উপজেলা সাংগঠনিক কার্যালয়ে ফিতা কেটে উদ্বোধন করা হয়।

সুনামগঞ্জ

মঙ্গলবার (২ এপ্রিল) সকালে তাহিরপুর অডিটরিয়ামে তাহিরপুর সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়। সমাজ কল্যাণ পরিষদের সভাপতি প্রভাষক দিলশাদ মিয়ার সভাপতিত্বে ও সেক্রেটারি সাংবাদিক রুহুল আমিন সুহেলের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমেদ খান। এসময় কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মোহাম্মদ আব্দুল্লাহ, তাহিরপুর উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক রুকন উদ্দিন, শ্রমিক কল্যান ফেডারেশনের সুনামগঞ্জ জেলা সেক্রেটারি লুতফুর রহমান দুলাল, প্রভাষক বাহাউদ্দীন, দৈনিক সংগ্রাম সুনামগঞ্জ জেলা প্রতিনিধি ও সুনামগঞ্জ আইনজীবী সমিতির কোষাধ্যক্ষ এডভোকেট মহসিন রেজা মানিক প্রমুখ।

বিকাল ৪টায় উপজেলার কাউকান্দিবাজারে স্থানীয় ইউনিয়ন জামায়াতের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

দক্ষিণ বড়দল ইউনিয়ন জামায়াতের সভাপতি ফজলুল বারীর সভাপতিত্বে ও প্রভাষক আলী উসমানের সঞ্চালনায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমদ খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মোহাম্মদ আব্দুল্লাহ, তাহিরপুর উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক রুকন উদ্দিন, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন সুনামগঞ্জ জেলার এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা ইমরুল হাসান জাফরী, তাহিরপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি মুসলিম উদ্দিন তালুকদার, এসিস্ট্যান্ট সেক্রেটারি সেলিম হায়দার, শিক্ষাবিদ ও লেখক মোছায়েল আহমেদ, জামায়াত নেতা আব্দুল হাকিম, শ্রমিক নেতা প্রভাষক দিলশাদ মিয়া প্রমুখ।

রংপুর

যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে ৩১ মার্চ সোমবার রংপুরে পবিত্র ঈদুল ফিতর পালিত হয়েছে। রংপুর মহানগরীর সিটি কর্পোরেশন এলাকার ৩৩টি ওয়ার্ড সহ জেলার ৮ উপজেলার তিন হাজারের বেশি ঈদগাহে সকাল ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত সময়ে ঈদুল ফিতরের নামায অনুষ্ঠিত হয়।

রংপুর নগরীর ঈদুল ফিতরের প্রধান জামায়াত কালেক্টরেট ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৮টায়। এতে ইমামতি করেন রংপুর কেরামতিয়া জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ বায়েজীদ হোসাইন। এখানে বিভাগীয় কমিশনার, পুলিশের রংপুর রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, জেলা প্রশাসকসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও রাজনৈতিক নেতা-কর্মীরা ঈদের নামায আদায় করেন। প্রধান জামায়াতের সময়ের সঙ্গে মিল রেখে জেলার ৮ উপজেলার ঈদগাহ ও মসজিদে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়।

রংপুর সদর উপজেলা পরিষদ ঈদগাহসহ, বদরগঞ্জ, তারাগঞ্জ, গংগাচড়া, কাউনিয়া, পীরগাছা, মিঠাপুকুর, পীরগঞ্জ উপজেলা সদরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামায়াত অনুষ্ঠিত হয়। ঈদের জামায়াতে নিরাপত্তা বেষ্টনি গড়ে তোলার লক্ষ্যে বসানো হয়েছিল সিসিটিভি ক্যামেরা। রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ মজিদ আলী জানান, মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনি তৈরি করা হয়েছিল। জেলার ডেপুটি মোহাম্মদ রবিউল ফয়সাল জানান, ঈদের দিন মানুষ যাতে নিরাপদে নামায পড়তে যেতে পারেন সেজন্য সকল ধরনের প্রস্তুতি নেয়া হয়।

সিংড়া (নাটোর)

নাটোরের সিংড়ায় সাবেক ও বর্তমান সাথী, সদস্য এবং দায়িত্বশীলদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা জামায়াতের কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আ ব ম আমান উল্লাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক নেতা ও নাটোর-৩ (সিংড়া) আসনের জামায়াত মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী প্রফেসর সাইদুর রহমান।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন নাটোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাস্টার আফছার আলী।

আরও বক্তব্য দেন সিংড়া পৌর জামায়াতের আমীর মাওলানা সাদরুল উলা, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক এন্তাজ আলী, প্রকৌশলী রেজাউল করিম, মাওলানা খলিলুর রহমান, নাটোর জেলা শিবিরের সাবেক সভাপতি মীর মো. কুতুবুল আলম, সিংড়া উপজেলা শিবিরের সাবেক সভাপতি আব্দুর রহমান, আনোয়ার হোসেন, নুর মোহাম্মদ সিদ্দিক, তোহা শেখ, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি ইমরান ফরহাদ প্রমুখ।

সভা পরিচালনা করেন উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও পৌর জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুল মন্নাফ।

ধোবাউড়া (ময়মনসিংহ)

ধোবাউড়ায় গণঅভ্যুত্থানে নিহত দুই শহীদ পরিবারের সাথে ঈদ কাটালো ইসলামী ছাত্রশিবির

৩৬ জুলাই শহীদের করব জিয়ারত এবং পারিবারিক খোঁজ খরব নেয় জামায়াতে ইসলামীর কর্তৃক সংসদ সদস্য প্রার্থী ও ইসলামী ছাত্রশিবির।

ধোবাউড়া উপজেলার দুই শহীদ পরিবারের সাথে ঈদ কাটিয়েছে ৩০ শে মার্চ রোজ সোমবার সকাল ৮ টা থেকে শিবির এবং জামায়াতের নেতাকর্মীরা ঘোষগাঁও ইউনিয়নে জুলাই আন্দোলনে নিহত শাজাহানের বাড়িতে একত্রিত হয়। এই সময় জামায়াতে ইসলামীর এমপি পদপ্রার্থী মাহফুজুর রহমান মুক্তা বলেন, যারা স্বৈরাচারী শাসনামলে সুবিধা ভোগ করেছে তারাই ২৪ শের আন্দোলনকে দ্বিতীয় স্বাধীনতা বলে স্বীকার করতে চায় না।

উপস্থিত ছিলেন গাজীপুর মহানগরের ইসলামী ছাত্রশিবিরের সভাপতি রেজাউল ইসলাম। আমরা এই নতুন বাংলাদেশে আর কোন স্বৈরাচারকে জন্ম হতে দিব না, নিজেদের জীবন দিয়ে হলেও আমাদের মাতৃভূমিকে রক্ষা করব ইনশাল্লাহ। এছাড়া উপস্থিত ছিলেন ধোবাউড়া উপজেলার ইসলামী ছাত্রশিবিরের সভাপতি তারেকুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

গোপালপুর(টাংগাইল)

টাঙ্গাইলের গোপালপুর উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সাবেক কর্মী, সাথী ও সদস্যদের মিলনমেলা উপলক্ষে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ঈদুল ফিতরের পরের দিন মঙ্গলবার (১ এপ্রিল) সকাল ৯টায় পৌরশহরের স্বাধীনতা কমপ্লেক্স মিলনায়তনে গোপালপুর উপজেলা জামায়াতে ইসলাম এ অনুষ্ঠানের আয়োজন করেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী গোপালপুর উপজেলা শাখার আমীর মো. হাবিবুর রহমান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা জামায়াতের আমীর আহসান হাবিব মাসুদ।

প্রধান আলোচক ছিলেন টাঙ্গাইল জেলা সেক্রেটারি এবং টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের জামায়াত মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হুমায়ুন কবির। বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য অধ্যাপক আতাউর রহমান।

অধ্যাপক মাজহারুল ইসলাম ও ফরহাদ আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের গোপালপুর উপজেলার সভাপতি মোঃ নাঈম ইসলাম। নগদা শিমলা ইউনিয়নের জামায়াতের আমীর মোঃ জুলহাস উদ্দিন, সাবেক শিবির সদস্য এড. আবু হানিফ, সাবেক কেন্দ্রিয় কার্যকরী পরিষদ সদস্য সাফিউল আলম, সাবেক শিবির সদস্য তুহিন, গোপালপুর উপজেলা সেক্রেটারী মোঃ ইদ্রিস হোসেন, আলমনগর ইউনিয়নের আমীর রফিকুল ইসলাম বাদশা অধ্যাপক শফিকুর রহমান প্রমুখ।

শেরপুর

শেরপুর বাজিতখিলা আমির আলী সরকার উচ্চ বিদ্যালয় হলরুমে ২ এপ্রিল বুধবার সকালে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। শেরপুর ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আশ্রাফুজ্জামান মাসুম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি শেরপুর-১ সদর সংসদীয় আসনের গণমানুষের নেতা জননেতা হাফেজ মোঃ রাশেদুল ইসলাম, বিশেষ অতিথি শেরপুর জেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ হাফিজুর রহমান, শেরপুর জেলা শিবিরের সাবেক সভাপতি এবং শেরপুর জেলা জামায়াতের সেক্রেটারি ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য শেরপুর -৩ শ্রীবরদী - ঝিনাইগাতী নির্বাচনী আসনের গণমানুষের নেতা জননেতা আলহাজ্ব মোঃ নুরুজ্জামান বাদল, শেরপুর জেলা কর্মপরিষদ সদস্য ও শেরপুর জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সেক্রেটারি শেরপুর-২ নকলা-নালিতাবাড়ী জাতীয় সংসদী নির্বাচনী আসনের গণমানুষের নেতা জননেতা মু গোলাম কিবরিয়া ভিপি, শ্রমিকল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও গাজীপুর মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি গাজীপুর মহানগর জামায়াতের মজলিসে শূরা সদস্য ফারদিন হাসান ফরিদ, শেরপুর জেলার সাবেক সভাপতি মু. ইমরান রহমান প্রমুখ।

রাজার হাট (কুড়িগ্রাম)

জামায়াতে ইসলামী রাজার হাট উপজেলা শাখার উদ্যোগে রাজার হাট সরকারি কলেজ হলরুমে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

জামায়াতের উপজেলা আমীর মাওলানা কফিল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ শাহজালাল সবুজ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এডভোকেট ইয়াছিন আলী সরকার, অধ্যক্ষ মাওলানা খলিলুর রহমান,। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক গোলজার হোসেন, ব্যাংকার আবু সাঈদ সরকার ও শফিকুল ইসলাম শফিক প্রমুখ। আলোচনা সভাটি পরিচালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি এডভোকেট আহমদ আলী।

চুনারুঘাট(হবিগঞ্জ)

যেখানে বাঁধন আছে প্রাণে প্রাণে এই প্রতিপাদ্যকে ধারণ করে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা ছাত্র শিবিরের উদ্যোগে সাবেক ও বর্তমান দায়িত্বশীলদের নিয়ে আড়ম্বরপূর্ণ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ১ এপ্রিল মঙ্গলবার সকালে চুনারুঘাট দিদার ম্যানশন হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মোঃ মারুফ আহমেদ।

চুনারুঘাট উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মোঃ আব্দুল হাই’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াত ইসলামীর আমীর হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) নির্বাচনী এলাকার জামায়াত ইসলামীর মনোনীত সম্ভাব্য প্রার্থী মাওলানা কাজী মোঃ মুখলিছুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াত ইসলামীর সহ-সেক্রেটারি এডভোকেট নজরুল ইসলাম, উপজেলা জামায়াত ইসলামীর আমীর মাওলানা মোঃ ইদ্রিস আলী, নায়েবী আমীর হাফেজ আ.স.ম কামরুল ইসলাম, সেক্রেটারি মীর সাহেব আলী, সহ-সেক্রেটারি হাফেজ ফুয়াদ হাসান, কর্মপরিষদ সদস্য মোঃ ইমদাদুল হক চৌধুরী, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি এডভোকেট খলিলুর রহমান, নাজমুল হাসান জাবেদ, প্রকাশনা সম্পাদক আশরাফুজ্জামান সুজন, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, উপজেলা ছাত্র শিবিবের সাবেক সভাপতি আবুল হাসিম, মোহাম্মদ আলী জিন্নাহ চৌধুরী, নোমান পারভেজ, মুহিবুল ইসলাম মাসুম,জাহিদুল হক নাঈম, লোকমান আহমেদ, হাফেজ্জুম্মান জনি,আলা উদ্দিন, সাবেক সেক্রেটারি ওবায়দুর রহমান,গোলাম কিবরিয়া, সাবেক ছাত্র শিবিরের সদস্য ও দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার মোঃ আলমগীর মিয়া।

এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক ছাত্র শিবিরের কর্মী ও দৈনিক সংগ্রামের চুনারুঘাট প্রতিনিধি শেখ মোঃ হারুনুর রশিদ, সাবেক শিবির কর্মী ও দি ডেইলি ট্রাইব্যুনালের চুনারুঘাট প্রতিনিধি মোঃ সুমন, শায়েস্তাগঞ্জ উপজেলার সাবেক সভাপতি হোসাইন আহমেদ মির্জা,সদস্য আবু মুসা, চুনারুঘাট সরকারি কলেজ শাখার সাবেক সভাপতি জিয়াউল হক, মৌলভীবাজার সরকারী কলেজের সাবেক সভাপতি মোঃ রাহী,

পৌর জামাতের সেক্রেটারি মোঃ জাহাঙ্গীর আলম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান, ১ নং গাজীপুুর ইউনিয়ন জামায়াত ইসলামীর সভাপতি নুরুল ইসলাম সাজল, ২ নং আহম্মদাবাদ ইউনিয়ের সভাপতি মোস্তফা হোসাইন মস্তু, ৯ নং রাণীগাঁও ইউনিয়নের সভাপতি মোঃ আবু তাহের, ১০ নং মিরাশী ইউনিয়নের সভাপতি মোঃ আব্দুল মন্নাফসহ ইউনিয়ন ও উপজেলা এবং জেলা ছাত্র শিবির ও জামায়াত ইসলামীর সাবেক ও বর্তমান দায়িত্বপ্রাপ্ত অসংখ্য দায়িত্বশীলগণ।

মুন্সীগঞ্জ

মুন্সীগঞ্জ সদর উপজেলায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক জনশক্তিদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার( ১লা এপ্রিল) সকালে মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার দারুসসুন্নাত ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদরাসার মিলায়তনে এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুন্সীগঞ্জ জেলা সেক্রেটারি মাওলানা এ কে এম ফখর উদ্দিন রাজি। ইসলামি ছাত্র শিবিরের সাবেক জেলা সভাপতি পঞ্চসার দারুসসুন্নাত ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ মোনায়েম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজের বিশিষ্ট নিউরো সার্জন ডাক্তার মুহাম্মদ সুজন শরিফ, ইসলামি ছাত্র শিবিরের জেলা সভাপতি মো মুজাহিদল ইসলাম। বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা কর্মপরিষদ সদস্য মো : আরশাদ আলী ঢালী, আক্তার হোসেন, মাওলানা মোহাম্মদ মোকছিদুর রহমান মুন্সীগঞ্জ সদর উপজেলা আমির মো: নুরুল আমিন সিকদার, ইসলামি ব্যাংক বাংলাদেশ লি এর ভিপি মাওলানা মোহাম্মদ নিজাম উদ্দীন শেখ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পঞ্চসার ইউনিয়নের আমির মো: শামসুদ্দোহা বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠানে সাবেক শিবির জনশক্তিরা তাদের ছাত্র জীবনের স্মৃতিচারণ করেন। তাদের ছাত্র জীবনে ইসলামী আন্দোলনের স্মরণীয় ঘটনাগুলো উল্লেখ করেন।

মীরসরাই

জামায়াতে ইসলামী জোরারগঞ্জ থানার ৮ নং ইউনিয়ন শাখার উদ্যোগে ঈদের ২য় দিন সকালে এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ইউনিয়ন আমীর মাওলানা আব্দুল মান্নানের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আবদুল আলীম এর পরিচালনায় স্থানীয় মিঠাছরা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার সহকারী সেক্রেটারি অধ্যাপক ফজলুল করিম।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জোরারগঞ্জ থানা শাখার সেক্রেটারি মাইন উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোরারগঞ্জ থানা বায়তুলমাল সম্পাদক মোঃ আব্দুল গফুর, শ্রমিক কল্যাণ থানা সেক্রেটারি রেদোয়ানুল হক, মীরসরাই থানা সাবেক আমীর মফিজুর রহমান, মীরসরাই থানা ছাত্রশিবির সভাপতি সাকিব হোসাইন, জোরারগঞ্জ থানা সভাপতি আবদুল্লাহ আল নোমান,।

আরোও উপস্থিত ছিলেন শহিদুল ইসলাম, হানিফ নিজামী, আবুল হাসেম, ইমাম উদদীন, সাইফুদ্দিন, খায়রুল আলম, মাওলানা নরুল আনোয়ার, মাওলানা নুর মোহাম্মদ নিজামী, হারিছ মুমিন, প্রমুখ।

কটিয়াদী

কটিয়াদি উপজেলা জামায়াতের উদ্যোগে সরকারি পাইলট স্কুল প্রাঙ্গণে ১ এপ্রিল মঙ্গলবার বিকালে এক ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করা হয়। উপজেলা আমীর অধ্যাপক মোজাম্মেল হকের সভাপতিতে এবং সেক্রেটারি মাহমুদুল হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় জামাতের শূরা সদস্য ও কিশোরগঞ্জ জেলা জামাতের আমীর অধ্যাপক রমজান আলী, বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা সেক্রেটারি অধ্যাপক আজিজুল হক, সাবেক সচিব ড. মুহাম্মদ জাহিদুল ইসলাম, সাবেক সচিব ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন সাবেক, জেলা জামাতের সিনিয়র সহকারী সেক্রেটারি অধ্যাপক কাজী সাইফুল্লাহ, সহকারী সেক্রেটারি সাংবাদিক শামসুল আলম সেলিম, পাকুন্দিয়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা জামাতের রাজনৈতিক সেক্রেটারি অধ্যাপক আজিজুল হক, কটিয়াদী- পাকুন্দিয়া আসনের জামাতের মনোনীত প্রার্থী ও সাবেক ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মোড়ল, উপজেলা শ্রমিক কল্যাণের সভাপতি শহিদুল ইসলাম দুলাল প্রমুখ নেতৃবৃন্দ।

প্রধান অতিথি বলেন, বিগত সময়ে বিজাতীয় সংস্কৃতির আগ্রাসন আমাদের সমাজকে ধ্বংস করে দিয়েছিল। এখন মানুষ ইসলামী সংস্কৃতির প্রতি আকৃষ্ট হচ্ছে। ইসলামী সংস্কৃতি আদর্শ সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে। ইসলামের সুমহান আদর্শ বাস্তবায়িত হবে।

খোকসা (কুষ্টিয়া)

কুষ্টিয়া কুমারখালী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে র্র্র্র্র্র্দীঘ ১৭ বছর পর উন্মুক্তভাবে মঙ্গলবার (১লা এপ্রিল ২০২৫) সকাল ৮ ঘটিকার সময় খোকসা-কুমারখালী সাবেক-বর্তমান দায়িত্বশীলদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। উক্ত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে ছাত্রশিবির কুমারখালী থানা উত্তরের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় কুষ্টিয়া জেলা সাবেক সভাপতি হাফেজ আলী হোসেন সাদ্দামের পরিচালনায় সাবেক ছাত্রনেতা ও জামায়াতে ইসলামীর কুমারখালী পৌ আমীর এডভোকেট রবিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা আমীর অধ্যাপক আবুল হাসেম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াত ইসলামী কুষ্টিয়া জেলা সহকারী সেক্রেটারি সোহরাব উদ্দিন, জামায়াত ইসলামী পাবনা জেলা সহকারী সেক্রেটারি এস এম সোহেল, জামায়াতে ইসলামী কুমারখালী উপজেলা আমীর আফতাব উদ্দিন, খোকসা উপজেলা আমীর মোঃ নজরুল ইসলাম, কুমারখালী উপজেলা নায়েবে আমীর সাবেক ভাইস চেয়ারম্যান এবং কুমারখালী-খোকসার এমপি মনোনীত প্রার্থী মো. আফজাল হোসেনসহ কুমারখালী-খোকসা অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত সকল সাবেক জেলা সভাপতিবৃন্দ, কুমারখালী-খোকসা অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত সকল সাবেক-বর্তমান থানা সভাপতিবৃন্দ। এছাড়া আরো উপস্থিত ছিলেন দুই উপজেলার বিভিন্নস্তরে দায়িত্ব পালন করা ছাত্রশিবিরের সাবেক দায়িত্বশীলবৃন্দ।