খুলনা ব্যুরো: খুলনায় যৌথ বাহিনীর সাথে কুখ্যাত সন্ত্রাসী কালা লাভলু বাহিনীর গুলাগুলির ঘটনা ঘটেছে।
খুলনায় যৌথ বাহিনীর সাথে কুখ্যাত সন্ত্রাসী কালা লাভলু বাহিনীর গুলাগুলির ঘটনা ঘটেছে। নায় যৌথ বাহিনীর সাথে কুখ্যাত সন্ত্রাসী কালা লাভলু বাহিনীর গুলাগুলির ঘটনা ঘটেছে।
শনিবার (২৯ মার্চ) দিবাগত রাত ১২ টা থেকে রাত সাড়ে ৩টা পর্যন্ত মহানগরীর আরামবাগ এলাকার একটি বাড়িতে যৌথবাহিনীর অভিযানকালে এ গুলাগুলির ঘটনা ঘটে। এতে এলাকায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়।
এ সময় ৩ পুলিশ সদস্য ও ১ নৌবাহিনী সদস্য এবং সন্ত্রাসী বাহিনীর ২ সদস্য আহত হয়। অভিযানে ১১ জন সন্ত্রাসী আটক ও পাঁচটি আগ্নে অস্ত্র, দেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
ওই বাড়িটিতে কালা লাভলুসহ সন্ত্রাসীরা গোপন মিটিং করছিল বলে পুলিশ জানিয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের সোনাডাঙ্গা জোনের সহকারি কমিশনার (এসি) আজম খান বলেন, গোপন সংবাদের মাধ্যমে পুলিশ জানতে পারে আরামবাগ মসজিদের অপরপাশে একটি বিল্ডিংয়ে কালা লাভলু সন্ত্রাসী বাহিনীরা গোপন বৈঠক করছে। তাৎক্ষণিকভাবে আমরা সেখানে অভিযান চালিয়ে তাদের ঘেরাও করি। একইসঙ্গে যৌথ বাহিনী এসে ঘেরাও করে। আমাদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলিবর্ষণ করে।
সন্ত্রাসীরা কিছুক্ষণ পর পর গুলি করেছিল। সন্ত্রাসীরা গুলি করছিল আর অস্ত্র ও গুলি ফেলছিল। অনেক অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন, তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। এসময় ১১ জনকে গ্রেফতার করা হয়।