গুরুদাসপুর (নাটোর) সংবাদদাতা : নাটোরের গুরুদাসপুরে কৃতিত্ব অর্জনকারী ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা, পুরস্কার ও সনদ বিতরণ করা হয়েছে। ২০২২ ও ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় সাফল্যের স্বীকৃতি স্বরুপ শিক্ষার্থীদের ওই পুরস্কার দেয়া হয়।

এ উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে ইউএনও ফাহমিদা আফরোজের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. রোস্তম আলী হেলালী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সেলিম আকতার, অধ্যক্ষ লুৎফর রহমান, চলনবিল প্রেসক্লাবের সভাপতি আলী আক্কাছ, শিক্ষক শফিকুল ইসলাম, শিক্ষার্থী সাবিহা ইসলাম ও আশিকুর রহমান প্রমূখ। সভায় সংবর্ধিত কৃতি শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ও সনদ প্রদান করেন অতিথিবৃন্দ।