মুন্সিগঞ্জ সংবাদদাতা : সম্প্রতি বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্সিগঞ্জ-২ আসনের লৌহজং থানার হলুদিয়া ইউনিয়নে এক উঠান বৈঠকে অনুষ্ঠিত হয়। উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মুন্সিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক এবিএম ফজলুল করিম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জনতার ভাষা স্পষ্ট, পরিবর্তনের ডাক আরও জোরালো হয়েছে অন্যায়-অবিচারের বিরুদ্ধে জনগণের রায় আজ ঐক্যবদ্ধ শক্তিতে পরিণত হয়েছে। শান্তি, ন্যায় ও সমতার প্রতীক দাঁড়িপাল্লাকে সামনে রেখে সবাই নতুন ভবিষ্যতের স্বপ্ন দেখছে। তিনি বলেন, যারা দেশকে ভালোবাসে, তারা আজ এক কণ্ঠে বলছেসময়ের দাবি দাঁড়িপাল্লা। আসুন, ন্যায়ভিত্তিক সমাজ গড়তে আমরা সবাই মিলে দাঁড়িপাল্লাকে বিজয়ের পথে এগিয়ে দিই। উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন হলুদিয়া ইউনিয়নের নেতৃবৃন্দসহ স্থানীয় জামায়াত কর্মী ও সমর্থকবৃন্দ।